নয়াদিল্লি: দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যে ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। আজ ২৫ বেসিস পয়েন্ট কমল রেপো রেট। ৫.৪০ শতাংশ থেকে কমে রেপো রেট হল ৫.১৫ শতাংশ। এর ফলে চলতি বছরে টানা পাঁচবার কমল রেপো রেট। এর ফলে কমতে পারে গৃহঋণে সুদের হার। কমতে পারে গাড়ি ঋণের সুদও। আর্থিক বৃদ্ধির হার বাড়ানো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং শিল্পে গতি আনতেই রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
রেপো রেট কমানোর পাশাপাশি চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৯ থেকে কমিয়ে ৬.১ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। একইসঙ্গে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার পাঁচ শতাংশ।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ। এ বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে জিডিপি বৃদ্ধির হার ছিল মাত্র পাঁচ শতাংশ। এ বছর আগে জিডিপি বৃদ্ধির হার ছিল আট শতাংশ। এই পরিস্থিতিতে আর্থিক বৃদ্ধির জন্য রেপো রেট কমানো দরকার বলে মতপ্রকাশ করেছিলেন শিল্পপতিরা। সেটাই করল রিজার্ভ ব্যাঙ্ক।
লক্ষ্য আর্থিক বৃদ্ধির হার বাড়ানো, ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক
Web Desk, ABP Ananda
Updated at:
04 Oct 2019 08:41 PM (IST)
রেপো রেট কমানোর পাশাপাশি চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৯ থেকে কমিয়ে ৬.১ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -