নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দির নির্মাণে পাকিস্তানের নিন্দা, সমালোচনা খারিজ করল ভারত। গতকাল অযোধ্যায় রামমন্দির তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমিপূজা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসলামাবাদ এতে শুধু আপত্তিই করেনি, ভারতের সুপ্রিম কোর্টের যে রায় মন্দির নির্মাণের পথ প্রশস্ত করেছে, তাকেও ‘ত্রুটিপূর্ণ’ বলেছে। পাক বিদেশমন্ত্রকের এহেন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, আমরা ভারতের ঘরোয়া বিষয়ে পাকিস্তানি ইসলামি প্রজাতন্ত্রের প্রেস বিবৃতি দেখেছি। পাকিস্তান ভারতের ব্যাপারে নাক গলানো থেকে, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকুক। একইসঙ্গে তিনি বলেন, সীমান্ত সন্ত্রাসবাদ চালানো, নিজেদের সংখ্যালঘুদেরই তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা একটি দেশের এহেন আচরণ অবশ্য বিস্ময়কর নয়। তবে এ জাতীয় মন্তব্য় গভীর দুঃখজনক।
পাকিস্তান ২০১৯ এর ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার, ৩৭০ ধারা বাতিলের প্রথম বর্ষপূর্তিতে ব্যাপক ভারত-বিরোধী প্রচার চালাচ্ছে। জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে নয়াদিল্লি। তারও আগে গত বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় পাকিস্তানের মদতপুষ্ট জয়েশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর ঘটানো গাড়ি বিস্ফোরণে একাধিক নিরাপত্তা জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে সউত্তপ্ত হয়ে উঠেছিল ভারত-পাক সম্পর্ক।
এই আবহেই গতকাল পাক বিদেশমন্ত্রক থেকে বলা হয়, মন্দির তৈরির পথ সুগম করে দেওয়া ভারতের সুপ্রিম কোর্টের ভুল রায়ে শুধুমাত্র ন্যয়বিচারের ওপর বিশ্বাসের প্রাধান্যের প্রতিফলনই হয়নি, আজকের ভারতে সংখ্যাগুরুর ক্রমবর্ধমান আধিপত্যও ফুটে উঠেছে, যেখানে সংখ্যালঘু, বিশেষত মুসলিমরা ও তাদের ধর্মস্থানগুলি বেশি করে আক্রমণের মুখে পড়ছে। পাক বিবৃতিতে আরও বলা হয়, ইসলামিক দেশগুলির জোট (ওআইসি)-ও অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের নিন্দা করে প্রস্তাব পাশ করেছে, আর ভারতকে হিন্দু রাএষ্ট্রে পরিণত করার অ্যাজেন্ডার অংশ হিসাবে রামমন্দির গড়ছে বিজেপি।
করোনাভাইরাস অতিমারীর মধ্যে মন্দির নির্মাণ শুরু করায় কেন ‘তাড়াহুড়ো’ করা হচ্ছে, প্রশ্ন তুলেছে পাকিস্তান। সংশোধিত নাগরিকত্ব আইন ২০১৯, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ঘিরে বিতর্কের উল্লেখ করা ছাড়াও তারা বলেছে, হামলার টার্গেট করতে মুসলিমদের দানব বলে দেখানো হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে। ভারত ‘নিয়ম করে লাগাতার জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙঘন করছে’, সেখানকার ‘জনবিন্য়াস বদলে দেওয়ার ছক কষেছে’ বলেও অভিযোগ করেছে পাকিস্তান।
রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ‘ভুল’ বলায় পাকিস্তানকে নাক গলানো, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকতে বলল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2020 08:52 PM (IST)
গতকাল পাক বিদেশমন্ত্রক থেকে বলা হয়, মন্দির তৈরির পথ সুগম করে দেওয়া ভারতের সুপ্রিম কোর্টের ভুল রায়ে শুধুমাত্র ন্যয়বিচারের ওপর বিশ্বাসের প্রাধান্যের প্রতিফলনই হয়নি, আজকের ভারতে সংখ্যাগুরুর ক্রমবর্ধমান আধিপত্যও ফুটে উঠেছে, যেখানে সংখ্যালঘু, বিশেষত মুসলিমরা ও তাদের ধর্মস্থানগুলি বেশি করে আক্রমণের মুখে পড়ছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -