দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের জেরে বন্ধ হয়ে যায় সব ট্রেন। এরপর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য চালু হয় শ্রমিক স্পেশাল ট্রেন। এছাড়া বিশেষ ট্রেনও চালু করা হয়েছে। তবে মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন এখনও চালু করা হয়নি। মেট্রো রেলও বন্ধ। এই ট্রেনগুলি আরও দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকছে বলে জানিয়ে দিল রেল বোর্ড।
রেল বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘টাইম টেবল অনুযায়ী নিয়মিত যে মেল/এক্সপ্রেস, প্য়াসেঞ্জার ও শহরতলির ট্রেন পরিষেবা ১২ অগাস্ট পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত ট্রেনগুলির জন্য যে টিকিট কাটা হয়েছিল, সেগুলি বাতিল করা হচ্ছে। টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। লকডাউনের সময় যে ২৩০টি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে, সেগুলি চলবে।’