কলকাতা: কখনও ব্ল্যাকমানি, কখনও আবার হিন্দু-মুসলমান বিভাজন, কখনও আবার উজ্জ্বলা প্রকল্প, ২১ শের মঞ্চ থেকে একের পর এক ইস্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বিজেপির ১৮ সিট প্রাপ্তির পর, এবছর শহিদ দিবসে কী বার্তা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো, তা নিয়ে সকাল থেকেই উৎসাহ ছিল রাজনৈতিক মহলে। প্রত্যাশামতোই একুশের মঞ্চে আক্রমণাত্মক মমতাকে পাওয়া গেল। লোকসভা ভোটে বাংলায় যত আসন পাবে বলে দাবি করেছিলেন অমিত শাহ, তার কাছাকাছি সংখ্যক আসনই পেয়েছে বিজেপি। সেটা কীভাবে সম্ভব? প্রশ্ন তুললেন মমতা। সেই প্রসঙ্গ তুলে, তিনি বলেন, ইভিএম নয় ব্যালটে ভোট চাই! কমিশনকে বলেছি, পঞ্চায়েত, পুরসভার ভোট ব্যালটে হবে’ ঘোষণা তৃণমূল নেত্রীর। আমেরিকা, নেদারল্যান্ডসে ভোট কেন ইভিএমে হয় না, প্রশ্ন তুলে ব্যালট প্রথা ফিরিয়ে আনার ডাক দেন তিনি। পাশাপাশি, একুশে জুলাইয়ে মঞ্চ থেকে কাটমানি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর দাবি, ‘সরকারি প্রকল্পে যাতে প্রত্যেকের কাছে সুষ্ঠু ভাবে পৌঁছয়, সেজন্য মহৎ উদ্দেশ্য নিয়েই তার উপর নজরদারির কথা বলা হয়েছিল। কিন্তু, রাজনৈতিক স্বার্থপূরণ করতে বিজেপি কাটমানি ফেরতের দাবি তুলেছে।’ কাটমানির পাল্টা হিসেবে বিজেপির বিরুদ্ধে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে কংগ্রেস ও সিপিএমকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, কালীদাস না হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক কংগ্রেস-সিপিএম।’’ আর যে যে প্রসঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী:
  • আজ ভিড় দেখে মনে হচ্ছে যেন ব্রিগেড সমাবেশ।
  • আমরা বলছি, ব্যালটে ভোট হবে, পুরসভা-পঞ্চায়েত ভোট ব্যালটে করে আমরা পথ দেখাব।
  • কী ভাবে সব অঙ্ক মিলে গেল?  ১৯-এর নির্বাচনটা একটা মিস্ট্রি, হিস্ট্রি নয়, মিস্ট্রি।
  • অনেক জায়গায় বিজেপি ট্রেন বন্ধ করে দিয়েছে, সরকারে আছে, তাই ট্রেন বন্ধ করে দিয়েছে বিজেপি।
  • বিজেপি সবাইকে মারতে শুরু করেছে, আজকেও গুড়াপ, পটাশপুরে তৃণমূলকর্মীদের মেরেছে।
  • যেখানে যেখানে হামলা, সেখানে পাল্টা মিছিল।
  • বিজেপি নেতারা বলছেন বাস থেকে টেনে নামিয়ে মারবে।
  • আগামী দিনে আপনারা মিটিং-মিছিল করবেন না? এর পাল্টা যদি মানুষ দেয়, পারবেন তো রুখতে?
  • কেউ কেউ আমার মৃত্যু কামনা করে, তাঁদের আমি বলি, আমায় চমকালে আমি চমকাই, আমায় গর্জালে আমি বর্ষাই।
  • ২০০৯-এ ২৬টি সিট পেয়েও পার্টি অফিস ভাঙচুর করিনি, আর বিজেপি ১৮টা সিট পেয়েই চিৎকার করছে।
  • বাইরের বিদেশি ভাড়া করা নেতা নিয়ে এসে গুন্ডামি করছে, বাইরে থেকে আরএসএস লোক নিয়ে এসে গুন্ডামি করছে।
  •  আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বললাম, বিজেপির ডাকাতগুলো টাকা চাইতে আরম্ভ করল।
  •  কুচো চিংড়ি, ল্যাটা মাছ গিয়ে বলছে কাটমানি ফেরাও, আমি বলছি, তোমরা ব্ল্যাকমানি ফেরত দাও।
  •  নোটবন্দির সময় জনগণের টাকা মেরেছো, ফিরিয়ে দাও।
  •  চোরেদের সর্দার, ডাকাতদের সর্দার বলছে কাটমানি ফেরাও।
  •  আগে ১৫ লক্ষ টাকা করে ব্ল্যাকমানি ফেরাও, তারপরে ঝান্ডা ধরবে।
  • উত্তরপ্রদেশে প্রিয়ঙ্কাকে ঢুকতেই দেয়নি, ‘আর আমাদের এখানে ১৪৪ ধারা জারি থাকলেও, জোর করে ঢোকে।
  • এখানে উত্তরপ্রদেশ, বিহার-সহ বহু রাজ্যের মানুষ এ রাজ্যে আছেন, বলুন তো, কখনও কারও কোনও সমস্যা হয়েছে?
  •  উত্তরপ্রদেশ, অসমে আমাদের দলের কাউকে ঢুকতে দেয়নি। ত্রিপুরায় ৮৪ শতাংশ আসনে ভোট করতে দেয়নি বিজেপি।
  •  এখন বলছে কেন্দ্রীয় সরকারের হারে বেতন চাই, যারা কেন্দ্রীয় সরকারের হারে বেতন চায় বলছেন, তাঁরা কেন্দ্রে চলে যান।
  • এখন যা ইচ্ছে বিল আনা হচ্ছে, মধ্যরাতে বিল আনা হচ্ছে।
  • যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে পুরো ধ্বংস করতে চাইছে।
  • প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে ডাকছে, বলছে বিজেপির সঙ্গে যোগাযোগ করুন।
  • সিবিআই দিয়ে পুলিশকেও ভয় দেখানো হচ্ছে।
  • কর্ণাটক-গোয়া-রাজস্থান ভাঙতে গিয়ে নিজেদের কোমরও ভেঙে যাবে।
  • এখন সংসদ ভালভাবে চলছে, তাতে বিরোধীদের কৃতিত্ব, বিরোধীদের চাইছে বলেই সংসদ ভাল করে চলছে।
  • ভোট হতেই পেট্রোল, রান্নার গ্যাসের দাম বাড়ল।
  • একের পর কারখানা বন্ধ, শ্রমিকরা কর্মহীন, এখন বিজেপি বলছে ভারতকে বিক্রি করে দেবে।
  • ভোটের সময় বিজেপি হিন্দু-মুসলমান করেন! ভিডিওতে দেখলাম বলছে বিজেপি নেতা বলছেন, হিন্দুদের মরতে দাও!
  • আমরা তারাপীঠ কত সুন্দর করে তৈরি করে দিয়েছি। দক্ষিণেশ্বর, বেলুড় থেকে ফুরফুরা শরিফ-সব করে দিয়েছি।
  • বানতলায় কর্মদিগন্ত তৈরি হয়েছে। ৫ লক্ষ চাকরি তৈরি হবে। দেউচা-পাঁচামি কয়লা খনি করে দিয়েছি। সেখানে ১ লক্ষ চাকরি হবে।
  • দেশে কর্মসংস্থান নিম্নমুখী, বাংলায় চাকরির সুযোগ ঊর্ধ্বমুখী।
  • কল ড্রপ করে লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি। এরকম অনেক দুর্নীতি করছে বিজেপি।
  • বিজেপিকে ভোট দিলে ভাটপাড়াই হবে।
  • এই বাংলা কারও কাছে মাথা নত করবে না। ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব।
  • মণীষীদের গায়ে হাত দেবে না, আমরা বুঝে নেব।
  • আজকে তৃণমূলের কাছে গ্রামে গ্রামে গিয়ে উজ্জ্বলা প্রকল্পের কাটমানির হিসেব চায় ওরা। আমি চাই উজ্জ্বলা প্রকল্পের দুর্নীতি নিয়ে তদন্ত হোক।
  • ভোটে হাজার হাজার কোটি টাকা খরচ, কোত্থেকে এল? ভোটে এত টাকা খরচ, বিদেশি অনুদান কোত্থেকে এল?
  • জনসংযোগ বাড়াতে গ্রামে গ্রামে, বুথে বুথে যান। গরিব, আদিবাসী মানুষের জন্য কাজ করুন।
  •  আপনাদের কেউ কিছু করতে পারবে না, ভয় পাবেন না। একটা লোককে ৩বার যোগ দেওয়াচ্ছে বিজেপি।
  • কখনও সিপিএম, কখনও কংগ্রেস থেকে ধার নিচ্ছে।
  • গ্রাম সভার লোককে বলছে ২০ লক্ষ টাকা দেব।
  • একজন বিধায়ক বলছে, ২কোটি টাকা, পেট্রোল পাম্প দিতে চেয়েছে। টাকা নিয়ে রাজনীতি করার জায়গা এটা নয়!
  • কালীদাস না হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই কর কংগ্রেস-সিপিএম। আমাদের সমর্থন করতে হবে না, নিজেদের সাইনবোর্ড বাঁচাও।
  • যতই সংখ্যাগরিষ্ঠতা থাকুক, যে অত্যাচার করছ,  ৫ বছর টিকবে না।
  • বিজেপি বলছে আমার সঙ্গে এসো, নাহলে সিবিআই-ইডি লাগাচ্ছে।
  • ব্লকে ব্লকে রাখিবন্ধন কর্মসূচি হবে।
  • ২৯ জুলাই ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বুথকর্মীদের কর্মসূচি।
  • গতবারের চেয়ে এবার বেশি মানুষ এসেছেন। যদি কেউ তৃণমূলের প্রদীপের আলো নিভে গেছে, ভুল ভাববেন।
  • আমাদের স্পেশাল ট্রেন দেয়নি, বাস-ট্রেন আটকে দিয়েছে। কিন্তু এত গরমে মিটিং-মিছিল আমরাই করতে পারি।
  • আমি আবার ৩ মাস ধরে জেলায় জেলায় যাব।
  • ভাল কোনও বামপন্থী থাকলে, আহ্বান জানাবেন, কেউ ভুল বুঝলে কাছে টেনে আনবেন।
  • ঘোড়া কেনাবেচা নিপাত যাক।
  • যাঁরা প্রতারণা করেছেন, টাকা নিয়ে যাঁরা ভোট করেছে, তাঁদের চিহ্নিত করুন।
  • আমরা ২৬টা পেয়েছিলাম, আর তোরা ১৮টা পেয়েই বলছিস, তৃণমূল ক্ষমতা থেকে চলে গেল?
  • কংগ্রেস এবং সিপিএম-কে আমি বলব, যে ডালে বসে আছ, সেই ডাল না কেটে বিজেপির বিরুদ্ধে লড়াই কর।
  • ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।
  • এই বাংলা মাথা নত করবে না, বিজেপি জেনে রেখ, এই বাংলা মাথা নত করবে না।
  • শতাব্দী রায়কে একা নয়, প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে ডেকেছে ইডি।
  • ইলেকশনে কত টাকা নিয়েছ? সেই সব টাকা ফিরিয়ে দাও, এটা হবে আমাদের আন্দোলন।
  • ডাকাতদের সর্দার, ওরা আবার বলছে কাটমানি ফেরত দাও।
  • আমি নতুন কর্মসূচি নিচ্ছি, ব্ল্যাক মানি ফিরিয়ে দাও।
  • ওরা বলছে কাটমানি ফেরত দাও, ওরাই তো সবচেয়ে বড় চোর।