নয়াদিল্লি: অরুণাচল প্রদেশে ভারতীয় বায়ুসেনার বিমান এ এন-৩২ যেখানে ভেঙে পড়েছে, তার কাছাকাছি একটি জায়গায় আজ পৌঁছে দেওয়া হল উদ্ধারকারীদের। ভেঙে পড়া বিমানে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে কেউ বেঁচে আছেন কি না, সেটা খুঁজে দেখবেন উদ্ধারকারীরা। বায়ুসেনার এক মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকারী দলে আছেন বায়ুসেনা ও সেনাবাহিনীর জওয়ান এবং পর্বতারোহীরা।

এদিন অবশ্য আবহাওয়া খারাপ থাকার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা। আজ রাতে তাঁরা শিবির করে থাকছেন। আগামীকাল সকালে তাঁরা দুর্ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বায়ুসেনার মুখপাত্র উইং কম্যান্ডার রত্নাকর সিংহ।

এ মাসের তিন তারিখ অসমের জোড়হাট থেকে ওড়ার ৩৩ মিনিট পরে দুপুর একটা নাগাদ এ এন-৩২ বিমানটি নিখোঁজ হয়ে যায়। বিমানটিতে ১৩ জন ছিলেন। আট দিন পরে মঙ্গলবার বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গিয়েছে। বিমানটিতে যাঁরা ছিলেন, তাঁদের বাঁচার আশা ক্ষীণ। তা সত্ত্বেও আশা ছাড়তে নারাজ বায়ুসেনা।