নয়াদিল্লি: রবিশঙ্কর প্রসাদের বদলে রাজ্যসভায় সরকারপক্ষের উপ নেতা নির্বাচিত হলেন পীযূষ গয়াল। নেতা নির্বাচিত হয়েছেন থবরচাঁদ গেহলট। পাশাপাশি লোকসভার মুখ্যসচেতক করা হয়েছে বিহারের সাংসদ সঞ্জয় জয়সোয়ালকে। তিনি অনুরাগ ঠাকুরের স্থলাভিষিক্ত হয়েছেন।


অন্যদিকে, লোকসভার প্রোটেম স্পিকার করা হয়েছে সাতবারের বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমারকে। তিনিই নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন। রাজনৈতিক মহলে জল্পনা ছিল, আটবারের সাংসদ মানেকা গাঁধীই এবার প্রোটেম স্পিকার হবেন। কিন্তু শেষপর্যন্ত মধ্যপ্রদেশের দলিত নেতা বীরেন্দ্রকেই এই দায়িত্ব দেওয়া হল। তিনিই নয়া লোকসভার স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে। বিজেপি সূত্রে খবর, ডেপুটি স্পিকার পদটি এনডিএ-তে সামিল না হওয়া বিজেডি বা এনডিএ-র শরিক শিবসেনাকে ছাড়া হতে পারে। সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন চলবে ১৭ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত।