কলকাতা: নোট বাতিল নিয়ে ফের ট্যুইটে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী আজই বেরনো রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টের প্রেক্ষিতে কালো টাকা কোথায় গেল, প্রশ্ন তুলেছেন।
লিখেছেন, ২০১৬-র ৮ নভেম্বর দানবীয় বিমুদ্রাকরণের ঘোষণার সঙ্গে সঙ্গেই আমি অনুমান করেছিলাম, একটা বড় জনবিরোধী পদক্ষেপ করা হল। এতে বিরাট ক্ষতি হবে সাধারণ মানুষ, বিশেষত চাষি, অসংগঠিত ক্ষেত্র, ছোট ব্যবসায়ী, ঘাম ঝরানো মধ্যবিত্ত শ্রেণির। রিজার্ভ ব্যাঙ্কের ২০১৭-১৮র বার্ষিক রিপোর্টে আমাদের সেই আতঙ্ক, উদ্বেগই প্রমাণিত হল।











তাতে বলা হয়েছে, বাতিল নোটের ৯৯.৩ শতাংশই ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে এসেছে। তৃণমূল নেত্রী লিখেছেন, আমার প্রথম প্রশ্ন, তাহলে কোথায় গেল কালো টাকা। দ্বিতীয় প্রশ্ন, কালো টাকার মালিকদের চুপিসারে কালো টাকাকে সাদা করিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই কি ওই স্কিম আনা হয়েছিল। কী লজ্জাজনক, এক নিদারুণ ট্র্যাজেডি!