আহমেদাবাদ: অতীতে ঐতিহাসিক সোমনাথ মন্দির যারা লুঠ করেছিল তাদের প্রতি বিদ্বেষ রেখে কোনও কাজ হবে না। মন্দির 'সম্পূর্ণ সোনায় মুড়ে'  অতীতের  গৌরব ফিরিয়ে আনতে হবে। এমনই মন্তব্য করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। উল্লেখ্য, শ্রী সোমনাথ ট্রাস্টের ট্রাস্টি অমিত শাহ নিকটবর্তী উপকূল বরাবর পর্যটকদের ওয়াকওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ওই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘প্রতি বছর এখানে এক কোটি পুণ্যার্থী আসেন। ভিড় মোকাবিলায় ট্রাস্ট বহু উদ্যোগ নিয়েছে। যদিও আমি মনে করি মন্দিরের উন্নয়নের কাজ অসম্পূর্ণ। আমার মতো যারা শৈশব থেকে এই মন্দিরের সঙ্গে যুক্ত, তাঁদের কাছে মন্দির সোনায় মুড়ে ফেলতে না পারলে উন্নয়ন অর্থহীন’।


অমিত শাহ বলেছেন, ঐতিহাসিক নথি অনুযায়ী, সোমনাথ মন্দির একটা সময় সোনা ও রূপোয় মোড়া ছিল এবং মন্দির রক্ষার জন্য বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিলেন।

বিজেপি সভাপতি বলেছেন, ‘অতীতে বহুবারই এই মন্দির ধ্বংস করা হয়েছে, লুঠ হয়েছে। কিন্তু এ জন্য মানুষের মনে কোনও বিদ্বেষ পুষে রাখা বা বদলা নেওয়ার কথা ভাবা উচিত নয়। এর একটাই জবাব-মন্দিরের মহিমা পুনঃপ্রতিষ্ঠা করা। যে গতিতে কাজ এগোচ্ছে, তাতে খুব শীঘ্রই মন্দিরের শীর্ষে সোনায় মোড়া কলস দেখতে পাবেন’।

অমিত শাহ স্বাধীনতার পর মন্দির পুনঃপ্রতিষ্ঠায় দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এবং কে এম মুন্সি ও মোরারজি দেশাইয়ের মতো নেতাদের অবদানের কথা স্মরণ করেছেন।

ঐতিহাসিক নথি অনুযায়ী, একাদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বিদেশি আগ্রাসনে মন্দিরটি ১৭ বার ধ্বংস হয়েছে।