শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর লক্ষ্যে শনিবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ শিথিল করা হল। কাশ্মীরের ৩৫টি থানার অধীন এলাকায় বিধিনিষেধ আলগা করা হয়েছে, ৯৬টির মধ্যে ১৭টি টেলিফোন এক্সচেঞ্জ স্বাভাবিক কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন। ৫০ হাজারের বেশি ল্যান্ডলাইন সচল হয়েছে। এগুলির অধিকাংশই শ্রীনগরের কয়েকটি এলাকায়, যেমন সিভিল লাইন্স, ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, রাজবাগ, জওহর নগরে। কিন্তু লালচকের ব্যাবসা-বাণিজ্যিক এলাকা, প্রেস এনক্লেভ সহ অধিকাংশ এলাকাতেই এখনও ল্যান্ডলাইন পরিষেবা স্থগিত রয়েছে। সরকারি কর্তারা জানিয়েছেন, আরও ২০টি এক্সচেঞ্জ শীঘ্রই ধাপে ধাপে ফের চালু করা হবে। মধ্য কাশ্মীরের বদগাম, সোনমার্গ, মনিগামের মতো এলাকায়ও ল্যান্ডলাইন পরিষেবা চালু হয়েছে। উত্তর কাশ্মীরে তা চালু হয়েছে গুরেজ, তনমার্গ, উরি কেরান করনাহ, তাঙ্গধর এলাকায়। দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্ড, পহেলগাঁওয়ে সচল হয়েছে ল্যান্ডলাইন।
যদিও সরকারি কর্তারা জানিয়েছেন, কঠোর নিরাপত্তার বন্দোবস্ত বহাল রয়েছে। রাস্তায় রাস্তায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে, ব্যারিকেডও বহাল আছে। তবে পরিচয়পত্র দেখানোর পর যাতায়াতের অনুমতি পাচ্ছেন বাসিন্দারা।
সোমবার উপত্যকাজুড়ে ফের খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি, সরকারি অফিসও পুরোদমে সচল হবে বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র রোহিত কানসাল। সিভিল লাইন্স এলাকায় কিছু দোকানপাট শনিবার সকালে খুলেছে, রাস্তায় বেসরকারি যানবাহনও নেমেছে বলে সরকারি কর্তারা জানিয়েছেন। তবে গাড়ির তেল ভরার স্টেশন সহ অধিকাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কানসাল বলেন, বিধিনিষেধ শিথিল ও নিয়্ন্ত্রণ প্রত্যাহারের প্রক্রিয়া চালু রয়েছে। ৩৫টি থানা এলাকায় বিধিনিষেধ কমানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। সরকারি যানবাহনও চলছে। আমরা আশাব্যঞ্জক খবর পাচ্ছি যে, লোকজনের গতিবিধি বাড়ছে। আজ বিকালের মধ্যে উপত্যকার অন্তত অর্ধেক এলাকা পুরোপুরি সচল করে তোলাই লক্ষ্য। কাল বিকাল নাগাদ কয়েকটি বিপজ্জনক এলাকা বাদে বাকি সর্বত্র সব এক্সচেঞ্জ চালু হয়ে যাবে। জম্মুতে ল্যান্ডলাইন, মোবাইল পরিষেবা-দুটিই চালু হয়েছে, অন্তত ৫টি জেলায় ইন্টারনেট মোবাইল পরিষেবা সচল করা হয়েছে। রাজ্য পুলিশের প্রধান দিলবাগ সিংহ জানান, ২জি পরিষেবা চালু হয়েছে জম্মুর ৫ জেলায়। যদিও ইন্টারনেটের অপব্যবহার করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুর, রিয়াসি জেলায় কম স্পিডের ইন্টারনেট পরিষেবা ফের শুরু হয়েছে। এখনও বন্ধই রয়েছে পুঞ্চ, রাজৌরি, কিস্টোয়ার, ডোডা, রামবনে। পরিস্থিতি নতুন করে খতিয়ে দেখে ৩ জি ও ৪ জি পরিষেবা চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।