কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? বিজেপি-সেনা দ্বন্দ্ব অব্যাহত, বুধবার অমিত-উদ্ধব বৈঠক
ABP Ananda, Web Desk | 28 Oct 2019 11:02 AM (IST)
অমিত মুম্বই যাবেন নব নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করে বিধানসভায় দলের নেতা নির্বাচন করতে। এরপর তিনি দেখা করতে যেতে পারেন উদ্ধবের সঙ্গে।
মুম্বই: ভোটের ফল প্রকাশের কর কদিন কেটে গেলেও মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর আসন নিয়ে জট এখনও কাটল না। শিবসেনা এখনও গোঁ ধরে রয়েছে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদের দাবিতে, ওদিকে বিজেপি মোটেই তাতে রাজি নয়। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বলেছেন, রাজ্যে তাঁরাই সংখ্যাগরিষ্ঠ, অতএব তাঁদের নেতৃত্বে সরকার হবে। আর শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের এখনও দাবি, লোকসভা ভোটের আগে বিজেপি সভাপতি অমিত শাহ যে ৫০-৫০ ফর্মুলার কথা বলেছিলেন, এখন সেটাই প্রয়োগ করতে হবে। এই পরিস্থিতিতে বুধবার অমিত শাহ বৈঠক করতে পারেন উদ্ধব ঠাকরের সঙ্গে। অমিত মুম্বই যাবেন নব নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করে বিধানসভায় দলের নেতা নির্বাচন করতে। বুধবারই হবে বিজেপি বিধায়কদের বৈঠক। এরপর তিনি দেখা করতে যেতে পারেন উদ্ধবের সঙ্গে। উদ্ধব এদিকে স্পষ্ট করে দিয়েছেন, প্রতিবার তাঁর দল বিজেপির সুবিধে অসুবিধে বুঝে চলবে না। এ বছর লোকসভা ভোটের আগে অমিত শাহ তাঁকে ক্ষমতা ভাগ করে নেওয়া সংক্রান্ত ৫০-৫০ ফর্মুলার কথা বলেছিলেন, বিধানসভার ক্ষেত্রেও সেই ফর্মুলা প্রযোজ্য হবে। ঝামেলার মধ্যে বিজেপি-সেনা দুই দলই নিজেদের নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টায় নেমেছে। গতকাল গীতা জৈন, রাজেন্দ্র রাউত ও রবি রাণা নামে ৩ নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। আবার অচলপুরের প্রহর জনশক্তি পার্টির বিধায়ক বাচ্চু কাড্ডু ও তাঁর সহকর্মী মেলঘাটের বিধায়ক রাজকুমার প্যাটেল জানিয়েছেন, শিবসেনাকে সমর্থন করবেন তাঁরা।