নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ডিসেম্বর থেকে অবস্থান আন্দোলন চলছিল শাহিনবাগে। তখন থেকেই বন্ধ হয়ে যায় শাহিনবাগ। দুমাস পর আন্দোলনকারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট-নিযুক্ত মধ্যস্থতাকারীদের চারদিন ধরে চলা আলোচনার পরিপ্রেক্ষিতেই সমাধানসূত্র মেলে।
শাহিনবাগে সু্প্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারীরা আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আপনাদের প্রতিবাদের অধিকার আছে, রাস্তা দিয়ে চলার অধিকার আছে অন্যদেরও। এরপর, শাহিনবাগের একাংশ খুলে দেওয়া হয়।
পরে, করোনাকালে লকডাউনে দ্বিতীয় দিনে ১০১ দিন পর শাহিনবাগে আন্দোলনকারীদের তুলে দেয় দিল্লি পুলিশ। লকডাউনের পরিস্থিতিতে জমায়েত বেআইনি বলে, আন্দোলনকারীদের সরে যেতে বলা হয়।