লন্ডন: আপাতত এক নম্বরে রয়েছেন বিরাট কোহলিই। আর দুইয়ে তাঁর ডেপুটি রোহিত শর্মা। আইসিসি প্রকাশিত সর্বশেষ পয়েন্ট তালিকা অনুযায়ী ভারত অধিনায়ক ও সহঅধিনায়কের পয়েন্টের ফারাক স্রেফ ছয়। চলতি বিশ্বকাপে যে বিধ্বংসী ফর্মে রোহিত রয়েছেন, সেই ঝলক বাকি ম্যাচে দেখা  গেলে বিরাটকে সরিয়ে শীর্ষস্থানে চলে যেতে পারবেন রোহিত।


এই বিশ্বকাপে পাঁচটি শতরান করে ইতিমধ্যেই বিশ্ব নজির গড়েছেন ভারতের এই তারকা ওপেনার। সামনে রয়েছে সচিনের রেকর্ড ভাঙারও হাতছানি। এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৫ শতরান নিয়ে রোহিতের সংগ্রহ ৬৪৭ রান। গড় ৯২.৪২। তাঁর এই পারফর্ম্যান্সের সুবাদেই রোহিতের ঝুলিতে এসেছে ৮৮৫ পয়েন্ট, যা হিটম্যানের কেরিয়ারে এখনও পর্যন্ত সর্বোচ্চ মাইলফলক। বিরাট তাঁর থেকে মাত্র ৬ পয়েন্টই এগিয়ে।





বিরাট কোহলি এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৪৪২ রান অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে ৫টি অর্ধশতরান। এই তালিকায় তিনে রয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। প্রথম দশে ঢুকে পড়েছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার।


বোলারদের তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন ডেথ স্পেশালিস্ট যশপ্রীত বুমরাহ। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৭টি উইকেট এসেছে তাঁর ঝুলিতে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কিউই তারকা ট্রেন্ট বোল্ট। উল্লেখ্য, অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। এক নম্বর দলের স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। দুইয়ে ভারত।