নয়াদিল্লি: গত ৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় হয়েছে ৪৪৬.৫২ কোটি টাকা। বিদেশমন্ত্রকের তরফে লোকসভায় এই তথ্য দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। এই খরচের মধ্যে তাঁর চার্টার্ড বিমানের ব্যয়ও ধরা আছে।
প্রসঙ্গত, বিরোধীরা বরাবর তাঁর বিদেশ সফরের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে।
তার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী সালওয়াড়ি যে হিসাব দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, ২০১৫-১৬ বর্ষে প্রধানমন্ত্রীর সফরে খরচ হয়েছে ১২১.৮৫ কোটি টাকা। ২০১৬-১৭য় তুলনামূলক ভাবে কম হয়েছে। ৭৮.৫২কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে খরচের পরিমাণ ছিল ৯৯.৯০ কোটি টাকা। আবার ২০১৮-১৯-এ খরচ বেড়ে হয়েছে ১০০.০১২ কোটি টাকা।
২০১৯-২০ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের পিছনে খরচ হয়েছে ৪৬.২৩ কোটি টাকা।
গত ৫ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ ৪৪৬.৫২ কোটি, লোকসভায় জানাল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Mar 2020 04:31 PM (IST)
২০১৫-১৬ বর্ষে প্রধানমন্ত্রীর সফরে খরচ হয়েছে ১২১.৮৫ কোটি টাকা। ২০১৬-১৭য় তুলনামূলক ভাবে কম হয়েছে।
**EDS: FILE PHOTO, PREVIOUS US PRESIDENTIAL VISITS TO INDIA PACKAGE ** New Delhi: In this Jan 25, 2015 file photo, Prime Minister Narendra Modi and the 44th US President Barack Obama accompanied by First Lady Michelle Obama wave at media personnel upon their arrival at Palam Airport in New Delhi. (PTI Photo/Kamal Kishore)(PTI2_21_2020_000144B)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -