নয়াদিল্লি: পোর্ট ব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা প্রথমবার তেরঙা পতাকা উত্তলোনের ৭৫ বর্ষপূর্তিকে স্মরণ করতে সেই উপলক্ষ্য বিশেষ ৭৫ টাকার কয়েন বাজারে আনতে চলেছে কেন্দ্র। এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই বিশেষ মুদ্রা কেন্দ্রীয় নির্দেশিকা একমাত্র সরকারি অনুযায়ী টাঁকশালে তৈরি করা হবে। জানা গিয়েছে, এক-একটি কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। কয়েনের ধাতব-মিশ্রণ এই প্রকার হবে-- ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা এবং নিকেল ও দস্তা উভয় ৫ শতাংশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কয়েনের একপিঠে দেখা যাবে, সেলুলার জেলের ব্যাকগ্রাউন্ডে নেতাজি ভারতীয় পতাকাকে স্যালুট করছেন। ওই প্রতিচ্ছবির নীচে ইংরেজি হরফে সংখ্যায় ‘৭৫ তম’ এবং শব্দে ‘অ্যানিভার্সারি’ লেখা থাকবে। এর পাশাপাশি ইংরেজি ও দেবনগরী হরফে লেখা থাকবে ‘প্রথম পতাকা উত্তোলন দিবস’। প্রসঙ্গত, ১৯৪৩ সালের ৩০ জিসেম্বর, পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে প্রথমবার ভারতীয় তেরঙা উত্তোলন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এর আগে, গত ২১ অক্টোবর, লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করার সময় নেতাজির তৈরি আজাদ হিন্দ সরকারের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ স্মারকফলক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।