Russia-Ukraine Conflict: ‘শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব’, ব্রিটিশ পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জেলেনস্কিকে

Russia-Ukraine War: ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনের চারটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। নিরাপদে মানুষকে বের করার জন্য তৃতীয়বারের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা।

abp ananda Last Updated: 09 Mar 2022 01:15 AM
Russia-Ukraine War Live Updates: ‘শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব’, ব্রিটিশ পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জেলেনস্কিকে

‘শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব’। ব্রিটিশ পার্লামেন্টে ভলোদিমির জেলেনস্কিকে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা।


 

Russia-Ukraine Conflict Live Updates: মারিউপোলে উদ্ধারকার্য ফের ব্যর্থ, জানাল ইউক্রেন সরকার

মারিউপোলে উদ্ধারকার্য ফের ব্যর্থ। মানব করিডরের উপর বোমা বর্ষণের অভিযোগ ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিয়ানা ভেরেশচুকের। রাশিয়া এবং বেলারুশের এলাকায় গিয়ে পৌঁছনো ওই করিডরের অবস্থান নিয়েও আপত্তি জানালেন।

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার পাশে থাকার মাসুল! বেলারুশে কোনও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নয়, সম্মতি একাধিক দেশের

রাশিয়ার পাশে থাকার মাসুল! বেলারুশে কোনও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নয়। সম্মতিপত্রে স্বাক্ষর একাধিক দেশের। 

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত ম্যাকডোনাল্ড এবং ল’রিয়ালের

রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত ম্যাকডোনাল্ড, ল’রিয়াল-এর। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাতেই সিদ্ধান্ত বলে জানাল দুই সংস্থাই।

Russia-Ukraine War Live Updates: FIFA এবং UEFA-র নিষেধাজ্ঞা তুলতে বিশেষ আর্জি রাশিয়ার

FIFA এবং UEFA থেকে রুশ জাতীয় দলকে ব্রাত্য রাখা চলবে না। বিশেষ আবেদন জানাল রাশিয়া।

Russia-Ukraine Conflict Live Updates: ‘রাশিয়ায় কখনও জয়ী হবেন না পুতিন’, তেল, গ্যাস নিষিদ্ধ করে বললেন জো বাইডেন

‘রাশিয়ায় কখনও জয়ী হবেন না পুতিন’, তেল, গ্যাস নিষিদ্ধ করে বললেন জো বাইডেন।

Russia-Ukraine War Live Updates: রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস, জ্বালানি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ,ঘোষণা বাইডেনের

রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস, জ্বালানি আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ। ইউক্রেনে রুশ আগ্রাসনের জবাবে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। 


Russia-Ukraine Conflict Live Updates: রাস্তায় গাড়ির নীচে মাইন, বিস্ফোরণ কিভে, মৃত তিন ব্যক্তি, আহত তিন শিশু

রাস্তায় গাড়ির নীচে পোঁতা মাইন। তীব্র বিস্ফোরণ। কিভে প্রাণ হারালেন তিন ব্যক্তি। জখম তিন শিশু।


Russia-Ukraine War Live Updates: রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানিতে কাটছাঁট চায় ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানিতে কাটছাঁট চায় ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন ভ্লাদিমির পুতিন।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার সম্প্রচার সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল প্রিমিয়ার লিগ

রাশিয়ার সম্প্রচার সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল প্রিমিয়ার লিগ।








 





Russia-Ukraine War Live Updates: রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা, ঘোষণা করতে চলেছেন বাইডেন

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা। শীঘ্রই ঘোষণা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত ২০ হাজার বিদেশি, জানাল ইউক্রেন সরকার

ভলোদিমির জেলেনস্কির ডাকে সাড়া দিয়ে বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ হাজার মানুষ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে আগ্রহী। জানাল ইউক্রেন সরকার।

Russia-Ukraine War Live Updates: ইরপিন, সুমি থেকে উদ্ধারকার্য সম্পন্ন, জানাল ইউক্রেন সরকার

মানব করিডর গড়ে ইরপিন, সুমি থেকে উদ্ধারকার্য সম্পন্ন। মারিউপোল নিয়ে এখনও অনিশ্চয়তা, জানাল ইউক্রেন সরকার।


 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের বাইরে রুশ আগ্রাসন ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না, সতর্কবার্তা ন্যাটোর

ইউক্রেনের বাইরে রুশ আগ্রাসন ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না, সহযোগী দেশগুলিকে সতর্কবার্তা ন্যাটোর।


 

Russia-Ukraine War Live Updates: যুদ্ধের মধ্যেই উইন্টার অলিম্পিক্সে ৬টি স্বর্ণপদক ইউক্রেনের, চিনের পরেই দ্বিতীয় তারা

যুদ্ধ চলছে দেশে। তার মধ্যেই জয়ের নজির ইউক্রেনীয় খেলোয়াড়দের। উইন্টার প্যারালিম্পিক্সে ছ’টি সোনা জিতলেন তাঁরা। স্বর্ণপদক জয়ী দেশের তালিকায় চিনের ঠিক পরেই রয়েছে ইউক্রেন।


 

Russia-Ukraine Conflict Live Updates: একনায়কতন্ত্রের অভিযোগ পুতিনের বিরুদ্ধে, দলে দলে দেশ ছাড়ছেন রুশ নাগরিকরাও!

একনায়কতন্ত্র চালানোর অভিযোগ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। দলে দলে দেশ ছাড়ছেন রুশ নাগরিকরাও। শরণার্থি হিসেবে পরিচয় দিচ্ছেন পড়শি দেশে ঢুকতে, দাবি রাষ্ট্রপুঞ্জের।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেন ছাড়া ২০ লক্ষ, পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরিতেই অর্ধেক, জানাল রাষ্ট্রপুঞ্জ

২০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়েছেন। অর্ধেক গিয়েছেন পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ায়, জানাল রাষ্ট্রপুঞ্জ।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের সামনে গতি কমেছে রুশ সেনার, দাবি জেলেনস্কির উপদেষ্টার

আক্রমণের তীব্রতা কমেছে, ধীর গতিতে এগোচ্ছে রুশ সেনা। দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ। 

Russia-Ukraine War Live Updates: যুদ্ধবিরতি লঙ্ঘন, গোলাবর্ষণ করে চলেছে রাশিয়া, দাবি ইউক্রেনের

মারিউপোলে উদ্ধারকাজে বাধা রুশ সেনার। যুদ্ধবিরতি লঙ্ঘন। চলছে মুহুর্মুহু গোলাবর্ষণ, দাবি ইউক্রেন সরকারের।

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধে নিহত ১২ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের

যুদ্ধে নিহত ১২ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেন সরকারের। 


 

Russia-Ukraine War Live Updates: যুদ্ধ দাগ কাটতে পারেনি ব্যবসায়, ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ অব্যাহত রাশিয়ার

যুদ্ধের মধ্যেও ইউক্রেনের মধ্য দিয়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ করে চলেছে রাশিয়ার সংস্থা গাজপ্রম। দিনে প্রায় ১০৯.৫ মিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যআস সরবরাহ করছে তারা। 


 

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধের ফলাফল যা-ই হোক, পুতিন শেষ, বললেন ব্রিটেনের প্রতিরক্ষা সচিব

যুদ্ধের ফলাফল যা-ই হোক, ভ্লাদিমির পুতিন শেষ, তাঁর সেনা শেষ, তাঁর সেনাবাহিনী শেষ। গোটা বিশ্ব তাঁর বিরুদ্ধে একজোট। নিজের দেশের মানুষকেই সঙ্কটে ফেলছেন পুতিন: বেন ওয়ালেস, ব্রিটিশ প্রতিরক্ষা সচিব।


 

Russia-Ukraine War Live Updates: ইউক্রেন ছেড়েছেন ১৭ লক্ষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট, দাবি রাষ্ট্রপুঞ্জের

ইউক্রেনে রুশ আক্রমণে বেনজির পরিস্থিতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট। গত দুই সপ্তাহে ১৭ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়েছেন: রাষ্ট্রপুঞ্জ।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়াকে প্রযুক্তিগত সাহায্য করবে না ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি

রাশিয়াকে প্রযুক্তিগত সাহায্য করবে না, জানিয়ে দিল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। পরমাণু সংক্রান্ত কার্যকলাপের বিষয়ে রাশিয়ার নাগরিকদের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

Russia-Ukraine War Live Updates: সুমি ছাড়লেন বিদেশি পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা

রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি এবং সেফ করিডর তৈরি করার পর সুমি ছাড়লেন বিদেশি পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা। 

Russia-Ukraine Conflict Live Updates: পোল্যান্ডে আশ্রয় ১২ লক্ষ মানুষের

রাশিয়ার আক্রমণের পর থেকে এখনও পর্যন্ত ইউক্রেন থেকে ১২ লক্ষ মানুষ পোল্যান্ডে পালিয়ে গিয়েছেন, জানাল বর্ডার গার্ড।

Russia-Ukraine War Live Updates: জাপানে সম্পত্তি বাজেয়াপ্ত

রাশিয়া ও বেলারুশের ৩২ জন সরকারি আধিকারিকের সম্পত্তি বাজেয়াপ্ত করল জাপান সরকার। আজ জাপানের অর্থমন্ত্রকের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন থেকে রোমানিয়ায় ৩ লক্ষ মানুষ

ইউক্রেন থেকে পালিয়ে রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন প্রায় তিন লক্ষ মানুষ, খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।

Russia-Ukraine War Live Updates: পোল্যান্ডের পাশে ব্রিটেন

পোল্যান্ড যদি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সাহায্য করতে চায়, তাহলে তাঁরা পাশে থাকবেন বলে জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

Russia-Ukraine Conflict Live Updates: সুমিতে মৃত অন্তত ৯ জন

রাশিয়ার বোমাবর্ষণে ইউক্রেনের সুমিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে সেফ করিডরের কথা বলল রাষ্ট্রপুঞ্জ

রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ইউক্রেনের সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য সেফ করিডর দেওয়ার কথা জানানো হল।

Russia-Ukraine Conflict Live Updates: বৃহস্পতিবার তুরস্কে হতে পারে রাশিয়া-ইউক্রেনের বিদেশমন্ত্রীদের বৈঠক

বৃহস্পতিবার তুরস্কে হতে পারে রাশিয়া-ইউক্রেনের বিদেশমন্ত্রীদের বৈঠক।

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি অস্ট্রেলিয়ার

ইউক্রেন আক্রমণের জন্য এবার রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করার কথা ঘোষণা করল অস্ট্রেলিয়া। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের খবর প্রচার বন্ধ করার জন্য ফেসবুক, ট্যুইটার, গুগলের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনকে ৭০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাঙ্ক

যুদ্ধ চলাকালীন জরুরি পরিষেবা অব্যাহত রাখার জন্য ইউক্রেনকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে বিশ্বব্যাঙ্ক।

Russia-Ukraine War Live Updates: শেয়ার বাজারে যুদ্ধের প্রভাব

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে ধাক্কা লেগেছে ভারতের শেয়ার বাজারে। সকাল থেকেই নিম্নমুখী সেনসেক্স ও নিফটি।  গতকাল মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে বেশ কিছু শেয়ারের দাম পড়েছে। এরই মধ্যে চড়চড় করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম।  

Russia-Ukraine Conflict Live Updates: বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠকে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া

এবার বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠকে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া। আগামী বৃহস্পতিবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তুরস্কে বৈঠক হওয়ার কথা ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার।  ইউক্রেনের বিদেশমন্ত্রী জানিয়েছেন, শান্তি ফেরানোর জন্য তিনি যে কারও সঙ্গে আলোচনায় বসতে রাজি।

Russia-Ukraine War Live: ১৩ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

রাশিয়া-ইউক্রেনের ১৩ দিনের সংঘর্ষে প্রায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলা মুহূর্মুহূ আছড়ে পড়ছে বিভিন্ন শহরে। এরই মধ্যে পাল্টা আঘাতের দাবি করেছে ইউক্রেন। তাদের দাবি, কিভের আকাশে রাশিয়ার একটি বিমানকে তারা ধ্বংস করেছে। 

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার ৫ শহরে সেফ করিডর

সাধারণ মানুষ যাতে নিরাপদ জায়গায় চলে যেতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য কিভ, চেরনিহিভ, খারকিভ, সুমি ও মারিউপোলে সেফ করিডর করা হচ্ছে, জানাল রাশিয়ার বিদেশমন্ত্রক।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের ৫ শহরে সাময়িক যুদ্ধবিরতি

মস্কোর সময় অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে কিভ, চেরনিহিভ, খারকিভ, সুমি ও মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। সাধারণ মানুষ যাতে নিরাপদ জায়গায় সরে যেতে পারেন, তার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।

WB News Live : 'যাঁরা লোকসভায় গিয়ে রুলবুক, কাগজ ছুড়ে সাসপেন্ড হয়েছেন, তাঁরা  এখন গণতন্ত্র শেখাচ্ছেন'

গতকাল বিধানসভায় রাজ্যপালের ভাষণের আগে বিজেপি বিধায়কদের বিক্ষোভ নিয়ে সরব হয়েছে তৃণমূল। আজ শাসকদলকে বিঁধে দিলীপ ঘোষের পাল্টা জবাব, যাঁরা লোকসভায় গিয়ে রুলবুক, কাগজ ছুড়ে সাসপেন্ড হয়েছেন, তাঁরা  এখন গণতন্ত্র শেখাচ্ছেন। বিধানসভা বিধায়করা দাবিদাওয়া জানাবেন, স্লোগান দেবেন, এটাই তো পদ্ধতি।

Russia-Ukraine Conflict Live Updates: সুমিতে পড়ুয়াদের জন্য সেফ করিডর হয়নি, জানাল ভারত

বারবার আর্জি জানানো সত্ত্বেও সুমিতে পড়ুয়াদের জন্য সেফ করিডর করা হয়নি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বলল ভারত।

Russia-Ukraine War Live Updates: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কবে থামবে?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কবে থামবে? দিশা মিলল না বেলারুশের বৈঠকে। ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পরে রাশিয়ার প্রতিক্রিয়া, প্রত্যাশা পূরণ হয়নি! তবে ইউক্রেনের দাবি, আলোচনা ইতিবাচক! ফোনে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন মোদি। সংঘাত মেটাতে পুতিন যাতে সরাসরি জেলেনস্কির সঙ্গে কথা বলেন, সেই অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধের বাজারে রেকর্ড গড়ে ১৩০ ডলার ছুঁল অপরিশোধিত তেলের দাম

যুদ্ধের বাজারে রেকর্ড গড়ে ১৩০ ডলার ছুঁল অপরিশোধিত তেলের দাম। গত ১৪ বছরে সর্বোচ্চ দাম। বেশি দামে অপরিশোধিত তেল কিনতে হলে, স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়ে পেট্রোল-ডিজেলের ওপরে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়তে পারে। যার ফল ভুগতে হবে সাধারণ মানুষকে। 

Russia-Ukraine War Live Updates: বেলগ্রেডে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতায় মিছিল

সার্বিয়ার বেলগ্রেডে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতায় মিছিল। প্রতিবাদে সামিল বেলগ্রেডের রুশ নাগরিকরা। নিজেদের রুশ পাসপোর্ট পুড়িয়ে ফেলতেও দেখা যায়। প্রাণ বাঁচাতে হাঙ্গেরিতে পালিয়ে এসেছেন ইউক্রেনের বহু অর্কেস্ট্রা শিল্পী। অন্যদিকে, রাশিয়ায় যুদ্ধবিরোধী মিছিল করায় ৪ হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে। গতকাল রাশিয়ার ৫৬টি শহরে যুদ্ধবিরোধী মিছিল হয়। ভিডিওতে দেখা যায়, সেন্ট পিটার্সবার্গে এক প্রতিবাদীকে স্টেনগান দিয়ে মারা হয়। 

Russia-Ukraine Conflict Live Updates: খারকিভে বহুতলে গোলাবর্ষণে ৮ জনের মৃত্যু

যুদ্ধের দ্বাদশ দিনে ইউক্রেনের মাইকোলেভে সকাল থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনা। ভিডিও প্রকাশ করে ওডেসা বন্দরের কাছে সমুদ্র থেকে মিসাইল ছোড়ার অভিযোগ তোলে ইউক্রেন। খারকিভে বহুতলে গোলাবর্ষণে ৮ জনের মৃত্যু হয়েছে। নিকোলেভেও আকাশপথে হামলা চালায় রুশ সেনা। প্রত্যাঘাত করে ইউক্রেনও। কিভে রুশ ট্যাঙ্ক লক্ষ্য করে গুলি চালায় ইউক্রেনীয় সেনা। লুহানস্ক লাগাতার গোলাবর্ষণে তেলের ডিপোয় আগুন লেগে যায়। ইউক্রেনের দাবি, যুদ্ধে এ পর্যন্ত ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। ৭১ জন শিশু আহত। 

প্রেক্ষাপট

কিভ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) কবে থামবে? দিশা মিলল না বেলারুশের (Belarus) বৈঠকে। ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পরে রাশিয়ার প্রতিক্রিয়া, প্রত্যাশা পূরণ হয়নি! তবে ইউক্রেনের দাবি, আলোচনা ইতিবাচক! গতকাল ফোনে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সংঘাত মেটাতে ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যাতে সরাসরি ভলদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন, সেই অনুরোধ জানান প্রধানমন্ত্রী।


প্রায় ২ সপ্তাহ হতে চলল, ইউক্রেনে আক্রমণ থামাচ্ছে না রাশিয়া। ইউক্রেনের খারকিভ, মারিওপোল, মাইকোলেভ, লুহানস্ক, নিকোলেভের মতো শহরগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত। এত মৃত্যু, এত ক্ষয়ক্ষতি, বিশ্বজোড়া চাপানউতোর, যুদ্ধ বন্ধ করার আবেদন, কিন্তু এখনও অবধি রাশিয়ার নমনীয় হওয়ার লক্ষ্মণ দেখা যাচ্ছে না। 


সোমবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর অনুরোধে কিভ, মারিওপোল, খারকিভ এবং সুমি শহরে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করে রাশিয়া। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, ইউক্রেনের সুমিতেই এখনও অবধি আটকে আছেন ৭০০ জন ভারতীয় পড়ুয়া। বিদেশমন্ত্রক জানিয়েছে, ঠিক সময়ে নির্দেশ দিলেই সঙ্গে সঙ্গে সুমি শহর ছাড়তে হবে তাঁদের। এই পরিস্থিতিতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, পুতিনের সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা বলেন নরেন্দ্র মোদি। সুমি-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের প্রসঙ্গে তাঁদের কথা হয়। ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাশিয়ার প্রেসিডেন্ট। সূত্রের খবর, সমাধান খুঁজতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পুতিন যাতে সরাসরি কথা বলেন, সেই অনুরোধ জানান প্রধানমন্ত্রী। 


এরপর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে প্রায় ৩৫ মিনিট কথা বলেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের বিষয়ে দু’জনের কথা হয়। 


গতকালই পোল্যান্ড হয়ে দেশে ফিরিয়ে আনা হয় ইউক্রেনে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া হরজ্যোত্‍ সিংহ-কে। 


সোমবারই বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার মধ্যস্থতাকারীদের দল তৃতীয়বার আলোচনায় বসে। শেষপর্যন্ত কোন ফর্মুলায় এই যুদ্ধ বন্ধ হয়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.