নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine Conflict) নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। 


প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে ইউক্রেন পরিস্থিতির বিষয়ে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। প্রধানমন্ত্রী ফের বলেছেন, সৎ ও আন্তরিক আলোচনার মাধ্যমেই রাশিয়া ও ন্যাটোর মতপার্থক্য দূর করা সম্ভব।’


প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, ‘এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ভারত ও রাশিয়ার সরকারি ও কূটনৈতিক সম্পর্ক আগের মতোই থাকবে। দু’দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গেই কাজ করবে।’


এই বৈঠকে ইউক্রেনে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে তিনি বেশি চিন্তায় আছেন বলে জানান। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।


এর আগে আজ ইউক্রেনের পক্ষ থেকে পুতিনের সঙ্গে মোদির আলোচনার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখা বলেন, ‘বিশ্বের খুব কম নেতার কথাই শোনেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁদেরই একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা উচিত।’


ইউক্রেনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘এই পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে ইউক্রেন সন্তুষ্ট। ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্ক আছে। সেই কারণে যুদ্ধ থামাতে সক্রিয় ভূমিকা নিতে পারে ভারত।’


গতকাল রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুস্কিন বলেন, ‘বিশ্বের শক্তিধর ও দায়িত্ববান দেশ হিসেবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত স্বাধীন ও ভারসাম্যযুক্ত অবস্থান নিয়েছে।’


এই পরিস্থিতিতে পুতিনের সঙ্গে মোদির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাশিয়া সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আজ পুতিনের সঙ্গে বৈঠক করেন। ভারতের পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যাতে আগের মতোই থাকে, সেটা নিশ্চিত করতে চাইছেন মোদি।