কলকাতা: অমিত শাহের বঙ্গ সফরের আগেই গারুলিয়া পুরসভা কার্যত হাতছাড়া হল বিজেপির। উল্টোদিকে বিজেপি সভাপতির কলকাতা সফরের দিনই শেষ অবধি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাদী দত্ত।
বিজেপি সূত্রে দাবি, মঙ্গলবার নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বলেন, বাইরে ছিলাম, ওঁকে স্বাগত জানিয়ে রেখেছিলাম। আরও অনেকেই বিজেপিতে আসবেন বলেও দাবি করেন তিনি। যদিও সব্যসাচীর দলবদলকে গুরুত্ব দিতে নারাজ এখনও তাঁর বর্তমান দল। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা নজর রাখছি। আমার দৃঢ় বিশ্বাস, মমতার প্রতি যাঁরা অনুগত, তাঁরা কেউ যাবেন না, সব্যসাচীর যাওয়া, ওতো শুধু যাওয়া-আসার স্রোতে ভাসা!
সব্যসাচীর বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা দীর্ঘদিনের। তাঁর বাড়িতে গিয়ে মুকুল রায়ের লুচি-আলুর দাম খাওয়া থেকে যে জল্পনার সূত্রপাত। গত লোকসভা ভোটের সময় থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সব্যসাচীর। মাঝমধ্যে মুখ খুলে দলের অস্বস্তিও বাড়িয়েছেন তিনি। শেষপর্যন্ত জল্পনা সত্যি করে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে প্রশ্নকর্তা সাংবাদিককে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, এটা ব্যক্তিগত বিষয়। আপনার মুখে শুনলাম। এখনও পর্যন্ত কিছু জানি না।
অতীতে সিপিএম কিম্বা কংগ্রেস ভাঙিয়ে একের পর এক বিধায়ককে দলে টেনেছে তৃণমূল। এবার সব্যসাচীর দলবদল ঘিরে তৃণমূলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কটাক্ষ, তৃণমূলের ঘট নড়ে গেছে, বিসর্জনের পালা শুরু আরও অনেকেই যাবে!
আগামী বছর বিধাননগরে পুরভোট। সেই ভোটে সব্যসাচী বিজেপিকে সাফল্যের মুখ দেখাতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
কাল বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান সব্যসাচীর, ও তো শুধু যাওয়া-আসার স্রোতে ভাসা! কটাক্ষ তৃণমূলের
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2019 03:05 PM (IST)
আগামীকাল পুজো উদ্বোধনে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর হাত থেকেই সব্যসাচী গ্রহণ করবেন দলীয় পতাকা। খবর সূত্রের।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -