এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে দীর্ঘদিন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ট্যুইট করে বলেছেন, শাকিবের ক্ষমা চাওয়া উচিত হয়নি। ক্ষমা চেয়ে নিয়ে তিনি হিন্দু ধর্মের অপমান করলেন বলে অভিমত জানিয়ে তসলিমা আরও লিখেছেন, ‘ও ক্ষমা চাওয়ার ফলে ইসলামপন্থীরা চাঙ্গা হবে, হিন্দুদের প্রতি সহানুভূতি প্রকাশ করা বা পুজো মন্ডপে যাওয়া মুসলিমদের হত্যার সাহস পেয়ে যাবে।’
শাকিবকে হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশের সুনামগঞ্জ জেলা থেকে মহসিন তালুকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ। এক পুলিশ অফিসার জানিয়েছেন, ধৃত যুবক এখন হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কলকাতার একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শাকিব। এরপরেই ফেসবুক লাইভে অস্ত্র হাতে তাঁকে হত্যার হুমকি দেন মহসিন। শাকিব অবশ্য পুজো উদ্বোধনের কথা অস্বীকার করেছেন। তবে তিনি বিতর্ক এড়াতে পারছেন না।