কলকাতায় কালীপুজো উদ্বোধনে আসার জন্য শাকিব ক্ষমা চাওয়ায় মৌলবাদীরাই উৎসাহিত হবে, ট্যুইট তসলিমার

Bangladesh police and Rapid Action Battalion arrested a man for threatening Shakib. | শাকিবকে হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশের সুনামগঞ্জ জেলা থেকে মহসিন তালুকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ।

Continues below advertisement
কলকাতা: শাকিব আল হাসান মৌলবাদী হুমকির মুখে ক্ষমা চেয়ে নিয়ে  সমালোচিত হলেন।  কলকাতায় কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকায় ধর্মান্ধ, উগ্র মৌলবাদীদের রোষের মুখে পড়েছেন এই বাংলাদেশী  ক্রিকেটার। নির্বাসন পর্ব কাটিয়ে ক্রিকেট দুনিয়ায় ফিরেও বিতর্কে  জড়িয়েছেন তিনি। ভিনধর্মের দেবীপুজোর সঙ্গে নিজেকে জড়িয়েছেন বলে অভিযোগ  তুলে তাঁকে ফেসবুক পোস্টে খুনের হুমকি দিয়েছে বাংলাদেশেরই এক ব্যক্তি। ভয়ের বাতাবরণে শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে কালীপুজোয় থাকায় ক্ষমা চেয়েছেন শাকিব। ওই পুজোর সঙ্গে সংশ্রব এড়াতে নিজের অবস্থান ব্যাখ্যার পাশাপাশি এও জানিয়েছেন, তিনি ধর্মনিষ্ঠ মুসলিম, সবসময় নিজের ধর্মীয় রীতিনীতি মেনে চলার চেষ্টা করেছেন। ‘আমি কোনও ভুল করে থাকলে দয়া করে ক্ষমা করে দিন’, এমন মন্তব্যও করেন তিনি।
এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে দীর্ঘদিন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ট্যুইট করে বলেছেন, শাকিবের ক্ষমা চাওয়া উচিত হয়নি।  ক্ষমা চেয়ে নিয়ে তিনি হিন্দু ধর্মের অপমান করলেন বলে অভিমত জানিয়ে  তসলিমা আরও লিখেছেন, ‘ও ক্ষমা চাওয়ার ফলে ইসলামপন্থীরা চাঙ্গা হবে, হিন্দুদের প্রতি সহানুভূতি প্রকাশ করা বা পুজো মন্ডপে যাওয়া মুসলিমদের হত্যার সাহস পেয়ে যাবে।’
শাকিবকে হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশের সুনামগঞ্জ জেলা থেকে মহসিন তালুকদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ। এক পুলিশ অফিসার জানিয়েছেন, ধৃত যুবক এখন হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কলকাতার একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শাকিব। এরপরেই ফেসবুক লাইভে অস্ত্র হাতে তাঁকে হত্যার হুমকি দেন মহসিন। শাকিব অবশ্য পুজো উদ্বোধনের কথা অস্বীকার করেছেন। তবে তিনি বিতর্ক এড়াতে পারছেন না।
Continues below advertisement
Sponsored Links by Taboola