নয়াদিল্লি: আলাদা করে পি চিদম্বরমকে কোনও সুবিধে দেওয়া হবে না। জেলে আর পাঁচজন বন্দি যে খাবার পায়, তাই খাবেন তিনি, বাড়ি থেকে খাবার আনা যাবে না। দিল্লি হাইকোর্ট কাল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে এই নির্দেশ দিয়েছে। আইএনএক্স মিডিয়া মামলায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত চিদম্বরম এখন তিহার জেলে বন্দি।
গতকাল আদালতে চিদম্বরমের জামিনের আবেদনের শুনানি চলছিল। তাঁর উকিল কপিল সিবাল আদালতে বলেন, তাঁর মক্কেলের বয়স ৭৪, তিনি অসুস্থ। তাঁকে বাড়ির খাবার খাওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু বিচারপতি সুরেশ কুমার বলেন, জেলে সকলের জন্য নিয়ম এক, খাবারও। অতএব সেই খাবারই চিদম্বরমকে খেতে হবে। সরকারের পক্ষ থেকে নামা সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ওমপ্রকাশ চৌতালা বৃদ্ধ হয়েছেন, এক রাজ্যের প্রথম সারির রাজনীতিকও ছিলেন। কিন্তু তিনি তো সাজা ভুগছেন। আমরা এভাবে বিশেষ বিশেষ কাউকে সুবিধে দিতে পারি না।
চিদম্বরমের জামিনের আবেদনের জবাব ১ সপ্তাহের মধ্যে দেওয়ার জন্য আদালত সিবিআইকে নোটিশ দিয়েছে। আপাতত ২৩ তারিখ পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।
বাড়ির খাবার নয়, জেলে আর পাঁচজন যা খায়, তাই খাবেন চিদম্বরম, বলল আদালত
ABP Ananda, Web Desk
Updated at:
13 Sep 2019 10:17 AM (IST)
তাঁর উকিল কপিল সিবাল আদালতে বলেন, তাঁর মক্কেলের বয়স ৭৪, তিনি অসুস্থ। তাঁকে বাড়ির খাবার খাওয়ার অনুমতি দেওয়া হোক।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -