নয়াদিল্লি: দু’দেশের সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তান লাহৌর থেকে ওয়াগা পর্যন্ত সমঝোতা এক্সপ্রেস চলাচল বন্ধ করে দিলেও, পূর্ব নির্ধারিত সূচি মেনেই দিল্লি থেকে আটারি পর্যন্ত এই ট্রেন চলবে বলে জানিয়ে দিল ভারতীয় রেল। আজ উত্তর রেলের মুখপাত্র দীপক কুমার এই খবর জানিয়েছেন।
রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ‘সমঝোতা এক্সপ্রেসের যাত্রায় বদলের বিষয়ে আমরা কোনও নির্দেশ পাইনি। এ বিষয়ে আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটাই আমরা মেনে চলব।’
সাপ্তাহিক ট্রেন সমঝোতা এক্সপ্রেস ভারত থেকে ছাড়ে রবিবার ও বুধবার। উত্তর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রাত এগারোটায় পুরনো দিল্লি স্টেশন থেকে ২৬ জন যাত্রীকে নিয়ে ছাড়বে এই ট্রেন। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় রয়েছেন চারজন যাত্রী এবং সাধারণ কামরায় থাকছেন ২২ জন।
পূর্ব নির্ধারিত সূচি মেনেই দিল্লি থেকে আটারি পর্যন্ত চলবে সমঝোতা এক্সপ্রেস, জানাল রেল
Web Desk, ABP Ananda
Updated at:
27 Feb 2019 09:00 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -