নয়াদিল্লি: স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি স্যামসাং তাদের এন্ট্রি লেভেল স্মার্টফোন গ্যালাক্সি এ০১ কোর ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ করেছে। এটা একটি বেসিক স্মার্টফোন। এই ফোন ভারতে কবে লঞ্চ হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। দেখে নেওয়া যাক, এই ফোনে রয়েছে নতুন ও বিশেষ কী রয়েছে।
নয়া গ্যালাক্সি এ০১ কোর-এ দেওয়া হয়েছে ১৬ জিবি ও ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। এর শুরুর দাম আইডিআর ১,০৯৯,০০ (প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা)। ২৩ জুলাই পর্যন্ত আইডিআর ৯৯৯,০০০ (প্রায় পাঁচ হাজার টাকা) দামে পাওয়া যাবে। এই ফোনের তিনটি রঙ-কালো, নীল ও লাল।
এই ফোনে রয়েছে ৫.৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, রেজোলিউশন ৭২০ x১৪৮০। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে কোয়াড-কোর চিপসেট। এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড গো এডিশন অপারেটিং সিস্টেমে কাজ করে। এর স্টোরেড মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে মিলবে ১ জিবি র্যা ম সাপোর্ট। কানেক্টিভিটি-র জন্য এতে রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ ও মাইক্রো ইউএসবি পোর্টের মতো ফিচার। এর ব্যাটারি ৩,০০০ এমএইচ। পূর্ণ চার্জে তা ১৭ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে বলে দাবি। এর ওজন ১৫০ গ্রাম। ফটোগ্রাফির জন্য নয়া গ্যালাক্সি এ০১ কোর-এর রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুটিই বেসিক ক্যামেরা।
গ্যালাক্সি এ০১ কোর-এর বাজারে টক্কর হবে শাওমি রেডমি গো-র সঙ্গে। এই ফোনের দাম শুরু ৪,২০০ টাকা থেকে, যা এর এক জিবি র্যা ম ও ৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম।
ফটোগ্রাফির জন্য রেডমি গো-তে রয়েছে ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেইসঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে।
পারফরম্যান্সের জন্য দেওযা হয়েছে ৪২৫ প্রোসেসর। এর ব্যাটারি ৩০০০ এমএইচ। অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশন)-এতে কাজ করে এই ফোন।
স্যামসাং নিয়ে এল স্বল্পমূল্যের স্মার্টফোন, টক্কর হবে রেডমির সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jul 2020 08:02 PM (IST)
স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি স্যামসাং তাদের এন্ট্রি লেভেল স্মার্টফোন গ্যালাক্সি এ০১ কোর ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ করেছে। এটা একটি বেসিক স্মার্টফোন। এই ফোন ভারতে কবে লঞ্চ হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। দেখে নেওয়া যাক, এই ফোনে রয়েছে নতুন ও বিশেষ কী রয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -