মুম্বইয়ে জেএনইউ-এ হিংসার প্রতিবাদকে সমর্থন সঞ্জয় মঞ্জরেকর, ‘কাশ্মীরের স্বাধীনতা’ চেয়ে প্ল্যাকার্ডের কথা উল্লেখ করে সমালোচনা যোগেশ্বর দত্তর
Web Desk, ABP Ananda | 07 Jan 2020 07:03 PM (IST)
জেএনইউ-এ হিংসার প্রতিবাদে সারা দেশে মিছিল-বিক্ষোভ চলছে।
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর মুখ ঢাকা দুষ্কৃতীদের হামলা নিয়ে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত। মুম্বইয়ে জেএনইউ-এ হিংসার প্রতিবাদকে সমর্থন জানিয়ে ট্যুইট করেন মঞ্জরেকর। পাল্টা ‘কাশ্মীরের স্বাধীনতা’ চেয়ে যে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়, সে কথা উল্লেখ করে যোগেশ্বর বলেন, ‘ওই মিছিলে এটাও ছিল। এই ধরনের লোকজন সম্পর্কে কী বলবেন সঞ্জয় মঞ্জরেকর?’ জেএনইউ-এ হিংসার প্রতিবাদে সারা দেশে মিছিল-বিক্ষোভ চলছে। এরই মধ্যে মুম্বইয়ের প্রতিবাদ মিছিলে ‘কাশ্মীরের স্বাধীনতা’-র দাবিতে প্ল্যাকার্ড হাতে এক তরুণীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই এই প্ল্যাকার্ডের সমালোচনা করছেন। যোগেশ্বরও এ বিষয়ে সরব।