নয়াদিল্লি: ফের বিতর্কে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ। বিজেপির এই সাংসদ শুক্রবার সংসদে চার্লস ডারউইনের বিবর্তন-তত্ত্বকে খারিজ করে দাবি করলেন, ভারতের সংস্কৃতি অনুযায়ী, আমরা সবাই ঋষিমুনিদের সন্তান।
এদিন লোকসভায় সত্যপাল সিংহ বলেন, ভারতীয়রা বানর নয়, ঋষিদের সন্তান। তাঁর এই মন্তব্য নিয়ে তুমুল শোরগোল ওঠে লোকসভায়। বিরোধী বেঞ্চ থেকে প্রতিবাদ জানানো হয়। বিশেষ করে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ও ডিএমকে-র কানিমোঝি মন্তব্যের নেপথ্যে বৈজ্ঞানিক প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিন নিম্নকক্ষে মানবাধিকার আইন সংশোধন সংক্রান্ত প্রস্তাবিত বিল নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানেই এই বিস্ফোরক মন্তব্য করে বসেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সত্যপাল। বলেন, ভারতীয় সংস্কৃতি মানবাধিকারকে গুরুত্ব দেয় না। এখানে মানবাধিকার কর্মীর কোনও ধারণা নেই। আমাদের সংস্কৃতি বলে আমরা ঋষিমুনিদের সন্তান। আমি সেই সকল মানুষকে অসন্তুষ্ট করতে চাই না, যাঁরা মনে করেন মানুষ এসেছে বাঁদর থেকে।
সত্যপালের এই মন্তব্যের প্রতিবাদ করেন মহুয়া মৈত্র। যার প্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, যাঁরা মানবাধিকার কর্মীদের মূল্য বোঝেন না, তাঁরাই তাঁর কথার প্রতিবাদ করবেন। তিনি যোগ করেন, আমাদের সংস্কৃতিতে মানবাধিকার কর্মীর কোনও প্রয়োজন নেই। মানুষ যেমন ব্যবহার পেতে পছন্দ করেন, আমাদের উচিৎ সেইভাবেই তাঁদের সঙ্গে ব্যবহার করা। সকল মানুষকে সম্মান দেওয়া উচিৎ।
সত্যপালের মতে, এসব এনজিও ও স্বেচ্ছাকর্মীরা বিভিন্ন বিদেশি সংস্থার থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে। সেই দিয়ে সন্ত্রাসবাদী, দেশদ্রোহী ও ধর্ষকদের সমর্থন করা হয়। তিনি মনে করিয়ে দেন, যাদের মানবাধিকার পাওয়া উচিৎ, এই সরকার তাঁদেরকেই যোগ্য সম্মান ও মানবাধিকার প্রদান করবে।
সত্যপালের মন্তব্যের প্রেক্ষিতে ডিএমকে সাংসদ কানিমোঝি বলেন, মানবাধিকার রক্ষায় বৈজ্ঞানিক চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। আমরা হোমো সেপিয়েন্স। আমার মতে কক্ষের উচিৎ এই বিষয়টিকে তুলে ধরা। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, সত্যপালের মন্তব্য ডারউইনের তত্ত্বের পরিপন্থী।
‘বাঁদর নয়, ভারতীয়রা ঋষিমুনিদের সন্তান’, সংসদে ডারউইনের বিবর্তন-তত্ত্ব খারিজ সত্যপালের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jul 2019 08:50 PM (IST)
এদিন লোকসভায় সত্যপাল সিংহ বলেন, ভারতীয়রা বানর নয়, ঋষিমুনিদের সন্তান। তাঁর এই মন্তব্য নিয়ে তুমুল শোরগোল ওঠে লোকসভায়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -