মুম্বই: ফের মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ। আমানতের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২ কোটি টাকার কম আমানতে কমছে সুদের হার। ১ থেকে ১০ বছরের মধ্যে স্থায়ী আমানতে সুদের হার ৬.২৫ শতাংশ থেকে কমে হচ্ছে ৬.১০ শতাংশ। ৭ দিন থেকে ৪৫ দিন এবং ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে আমানতের ক্ষেত্রে সুদ মিলবে ৪.৫০ শতাংশ ও ৫.৫০ শতাংশ। ১৮০ দিন থেকে ১ বছরের কম আমানতে সুদ পাওয়া যাবে ৫.৮০ শতাংশ। প্রবীণ নাগরিকরা অবশ্য কিছুটা বেশি হারে সুদ পাবেন। তাঁদের ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫ শতাংশ হারে বেশি সুদ পাবেন। ১০ জানুয়ারি থেকে নতুন সুদের হার কার্যকর করেছে এসবিআই। এসবিআই-এর ঘোষণা অনুযায়ী, এখন থেকে ১ থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকরা ৬.৬ শতাংশ সুদের হার পাবেন।
স্বল্প মেয়াদের স্থায়ী আমানতে সুদের হার কমাল এসবিআই
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jan 2020 12:45 PM (IST)
প্রবীণ নাগরিকরা অবশ্য কিছুটা বেশি হারে সুদ পাবেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -