নয়াদিল্লি: ক্লার্ক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল স্টেটব্য়াঙ্ক অব ইন্ডিয়া। মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ জুনিয়র অ্যাসোসিয়েট/ক্লার্ট প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছেন এসবিআই। উল্লেখ্য গত ২০ মে অবধি এই পদে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলেছে। এবার সেই পরীক্ষারই অ্যাডমিট কার্ড প্রকাশ করল ব্যাঙ্ক। প্রার্থীরা এই ওয়েবসাইট  থেকে সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। 


একটি প্রেস রিলিজ দিয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, 'লে, লাদাখ এবং কার্গিল ভ্যালির প্রার্থীদের অ্যাডমিট কার্ড কিছুদিন পরে প্রকাশ করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে ওয়েবসাইটেই।'


sbi.co.in-এ প্রকাশিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।' লাদাখ, লেহ এবং কার্গিল উপত্যকার জন্য স্পেশাল ড্রাইভ হবে। যেহেতু এই অঞ্চলে পরবর্তী নোটিশ পর্যন্ত নিয়োগ পরবর্তী স্থগিত রাখা হয়েছে, সে কারণেই এই সিদ্ধান্ত।' 


আগামী ১৩ জুলাই থেকে এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে। এর আগে কার্ড ডাউনলোড করা যাবে না। কোথা থেকে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার লিঙ্কটি দেওয়া হল....


এখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন


কীভাবে ডাউনলোড করবেন কার্ডটি, দেখে নিন


জুনিয়র অ্যাসোসিয়েশনের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে প্রথমে ওপরের লিঙ্কে ক্লিক করুন। হোম পেজ খুললে সেখানে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর দিন। এরপর প্রয়োজন মতো জায়গায় জায়গায় পাসওয়ার্ড বা জন্মর তারিখ দিন  ( dd-mm-yy এই ফর্ম্যাটে)। এরপরই পেয়ে যাবেন কার্ডটি। সময় মতো ডাউনলোড করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রার্থীদের।


জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় ৫,০০০টি রেগুলার শূন্যপদে এবং ২৩৭টি ব্যাকলগ থাকা শূন্যপদে নিয়োগ করা হবে। প্রার্থীদের প্রিলিমিনারি এবং মেইন এই দুই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্যদের। এছাড়াও জানানো হয়েছে, নিজেদের ভাষাতেই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা।