নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারকে রাফাল যুদ্ধবিমানের দাম ও প্রযুক্তিগত তথ্য ছাড়া অন্যান্য যাবতীয় বিষয় লিখিত আকারে মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কউল ও বিচারপতি কে এম জোশেফের বেঞ্চ বলেছে, ‘রাফাল চুক্তির বিষয়ে যে দু’টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, সেগুলির বক্তব্য নোটিস জারি করার পক্ষে যথেষ্ট নয়। তবে রাফাল চুক্তির বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে সন্দেহমুক্ত হতে চায় সুপ্রিম কোর্ট। সেই কারণে আমরা ভারত সরকারের কাছ থেকে রাফাল যুদ্ধবিমানের বরাত দেওয়া সংক্রান্ত পদক্ষেপের বিষয়ে যাবতীয় তথ্য জানতে চাই। আমরা আরও একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই, রিট পিটিশনে যে কথা বলা হয়েছে, তা অপর্যাপ্ত ও অসম্পূর্ণ মনে হয়েছে আমাদের। তাই সেই বিষয়টি ধর্তব্যে আনা হয়নি। আমাদের নিজেদের সন্তুষ্টির জন্যই কেন্দ্রীয় সরকারকে এই নির্দেশ দেওয়া হচ্ছে। তবে যুদ্ধবিমানের দাম ও প্রযুক্তিগত তথ্য জানাতে হবে না।’
আজ সুপ্রিম কোর্টে ১৫ মিনিট শুনানি হয়। রাফাল চুক্তির বিষয়ে সবপক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ বলে, এ মাসের ২৯ তারিখ সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে তিনটি আলাদা মুখবন্ধ খামে যাবতীয় তথ্য দিতে হবে। আইনজীবী বিনীত ধান্দা ও এম এল শর্মা যে দু’টি জনস্বার্থ মামলা দায়ের করেছেন, সেগুলির পরবর্তী শুনানি হবে ৩১ তারিখ।
রাফাল চুক্তির বিষয়ে যাবতীয় তথ্য জমা দিতে হবে মুখবন্ধ খামে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Oct 2018 08:28 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -