নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি। মঙ্গলবার শুনানি হওয়ার কথা থাকলেও, সেদিন থাকতে পারছেন না পাঁচ সদস্যর বেঞ্চের একজন বিচারপতি। ফলে নির্ধারিত দিনে শুনানি হচ্ছে না। কবে শুনানি হবে, সেটা এখনও জানা যায়নি।

এর আগেও একাধিকবার পিছিয়ে যায় অযোধ্যা মামলার শুনানি। গত শুক্রবার নতুন করে পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এই বেঞ্চে তিনি নিজে ছাড়াও আছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি এস এ বোড়দে। তাঁদের মধ্যে শেষোক্ত ব্যক্তি মঙ্গলবার শুনানির সময় থাকতে পারবেন না। ফলে স্থগিত করে দেওয়া হল শুনানি।