অযোধ্যা জমি বিতর্ক মামলার শুনানি ১০ই, ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ সুপ্রিম কোর্টের
Web Desk, ABP Ananda | 08 Jan 2019 08:43 PM (IST)
নয়াদিল্লি: রামজন্মভূমি-বাবরি মসজিদ জমি মালিকানা বিতর্ক মামলার শুনানির জন্য ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গড়ল সুপ্রিম কোর্ট। ১০ জানুয়ারি শুনানি চালাবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ, যার বাকি সদস্যরা হলেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামান্না, বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। গত ৪ জানুয়ারি শীর্ষ আদালত বলেছিল, উপযুক্ত বেঞ্চ তৈরি হলে ১০ জানুয়ারি এ বিষয়ে তারাই পরবর্তী নির্দেশ দেবে। এলাহাবাদ হাইকোর্টের ২০১০ সালের রায়ের বিরুদ্ধে ১৪টি আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। চারটি মামলায় হাইকোর্ট অযোধ্যার ২.৭৭ একর জমি সমান তিন ভাগে বন্টন করে দিতে বলেছিল তিন পক্ষ, সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহি আখাড়া ও রামলালার মধ্যে। গত বছরের ২৯ অক্টোবর জানুয়ারির প্রথম সপ্তাহে ‘উপযু্ক্ত বেঞ্চে’ বিষয়টির শুনানি স্থির করে শীর্ষ আদালত। তবে পরে দ্রুত শুনানি চেয়ে দিনক্ষণ এগিয়ে আনার জন্য একটি আবেদন পেশ হয়। কিন্তু তা খারিজ করে শীর্ষ আদালত বলে, তারা ইতিমধ্যেই ২৯ অক্টোবর শুনানি সংক্রান্ত নির্দেশ জারি করেছে। শুনানি এগিয়ে আনার আবেদনটি পেশ করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা যারা এই মামলার মূল মামলাকারী পক্ষগুলির একজন, এম সিদ্দিকের আইনি উত্তরাধিকারীদের দায়ের করা আবেদনের জবাব দেওয়া পক্ষগুলির অন্যতম। এলাহাবাদ হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ গত ২৭ সেপ্টেম্বর ২-১ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া রায়ে ১৯৯৪ সালের এক রায়ের সেই অভিমত ৫ বিচারপতির বেঞ্চে পুনর্বিচারের আর্জিটি পাঠাতে রাজি হয়নি যাতে বলা হয়েছিল যে, মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়। অযোধ্যা জমি বিতর্ক মামলার শুনানির সময় বিষয়টি ওঠে। বিভিন্ন হিন্দু সংগঠনের দাবি, অযোধ্যার বিতর্কিত জমিতে দ্রুত রামমন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স চাই। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই জানিয়ে দিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই অর্ডিন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া তার মতো চলুক। রাজনৈতিক মাপকাঠিতে এর বিচার করবেন না। প্রক্রিয়াটা শেষ হোক। তারপরই সরকার হিসাবে আমাদের দায়বদ্ধতা মেনে সব ধরনের উদ্যোগ নিতে তৈরি আমরা।