নয়াদিল্লি: আগামীকাল সুপ্রিম কোর্টে অযোধ্যা রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ ববদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল নাজিরকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে। এর আগে গত ২৭ জানুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন বিচারপতি ববদে অন্য কাজে ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে যায়।


২০১০ সালে ইলাহাবাদ হাইকোর্ট এক রায়ে জানায়, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া ও রামলালার মধ্যে সমানভাগে ভাগ করে দিতে হবে। এই রায়ের বিরুদ্ধে ১৪টি আবেদন জমা পড়ে। সুপ্রিম কোর্টে একাধিকবার পিছিয়ে গিয়েছে মামলা। শেষপর্যন্ত আগামীকাল হতে চলেছে শুনানি।