নয়াদিল্লি: সিএএ বিরোধী প্রতিবাদ-অশান্তি ক্রমেই ছড়িয়ে পড়ছে যোগীরাজ্যে। চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ, অবরোধ। এর মধ্যে মউ এলাকায় একটি পুলিশ স্টেশনে বিক্ষোভকারীদের তাণ্ডবের ভিডিও ইন্টারনেটে ভাইরান হয়ে যায়। এরপর থেকে আরও ছড়িয়ে পড়ে অশান্তির আঁচ। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেতে দেখে মউ, আলিগড় ও মীরাট সহ বেশ কিছু অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মউ জেলায় পুলিশ থানায় জনতার তাণ্ডবের ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ।
মউয়ের দক্ষিণখোলা পুলিশ স্টেশনে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা চেয়ার দিয়ে ভেঙেচুরে দিচ্ছে থানার কম্পিউটার। থানার একদিকের দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা গেছে, পুলিশকর্মীরা থানার কোণে লেগে যাওয়া আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীরা ১৫টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তারমধ্যে আছে পুলিশ-জিপও।
অন্যদিকে, রবিবার জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরেই পড়ুয়াদের জমায়েত হয় আলিগড় বিশ্ববিদ্যালয়ের গেটেও। সেখানেও পড়ুয়া-পুলিশ সংঘর্ষ শুরু হয়। তারপর সোমবার সকাল থেকেই ক্যাম্পাস ছাড়ার ব্যস্ততা দেখা গিয়েছে পড়ুয়াদের মধ্যে।
আগামীকাল অবধি আলিগড়ের সব স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
লখনউতেও আজ বিকেল অবধি বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।
উত্তরপ্রদেশ: সিএএ-বিরোধী বিক্ষোভ: মউ-তে পুলিশ থানায় তাণ্ডব, ১৪৪ ধারা জারি, বিভিন্ন জায়গায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
Web Desk, ABP Ananda
Updated at:
17 Dec 2019 12:25 PM (IST)
মউয়ের দক্ষিণখোলা পুলিশ স্টেশনে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা চেয়ার দিয়ে ভেঙেচুরে দিচ্ছে থানার কম্পিউটার।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -