নয়াদিল্লি: মোট অভ্যন্তরীণ উত্পাদন (জিডিপি)-র সাম্প্রতিক তথ্যে আর্থিক বৃদ্ধির হার চলতি অর্থ বর্ষে জুন ত্রৈমাসিকে গত ছয় বছরে তলানিতে পৌঁছে যাওয়ার প্রভাব পড়ল আর্থিক বাজারে।মুম্বই শেয়ার বাজারের সূচক এদিন ৭৭০ পয়েন্ট পড়ল। দিনের শেষে এনএসই নিফটি ২২৫ পয়েন্ট কমল।
আটটি কোর শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার জুলাইতে কমে হয়েছে ২.১ শতাংশ। জিডিপি ও আট কোর শিল্পক্ষেত্রে বৃদ্ধির হারের পতনের তথ্য সামনে আসার পর মঙ্গলবারই শেয়ার প্রথম বাজারে লেনদেন হল। গণেশ চতুর্থীর জন্য গতকাল সোমবার বাজার বন্ধ ছিল।
বম্বে শেয়ার বাজারের ৩০ শেয়ার ভিত্তিক সেনসেক্স দিনের লেনদেনে একটা সময় ৮৬৭ পয়েন্ট পর্যন্ত পড়েছিল। বাজার বন্ধ হওয়ার সময় তা দাঁড়ায় ৭৬৯.৮৮ পয়েন্ট। অর্থাত্ ২.০৬ শতাংশ হ্রাস ঘটে দিনের শেষে সেনসেক্স হয়েছে ৩৬,৫৬২.৯১ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের নিফটি ২২৫.৩৫ পয়েন্ট বা ২.০৪ শতাংশ পড়েছে। বাজার বন্ধের সময় নিফটি ছিল ১০,৭৯৭.৯০ পয়েন্ট।
সেনসেক্সের কোম্পানিগুলির মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা মোটরস, টাটা স্টিল, ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের শেয়ারের ব্যাপক পতন ঘটেছে। টাকার দামে পতনের মধ্যে এনএসই ইনডেক্সে বৃদ্ধি ঘটেছে আইটি শেয়ারের। আইটি কোম্পানি টেকএম ও এইচপিসিএল টেকের শেয়ার বেড়েছে।
ডলারের তুলনায় আরও দুর্বল হয়েছে টাকা। ডলারের নিরিখে মঙ্গলবার একদিনে ৯৯ পয়সা দাম কমেছে টাকার।এক ডলার এখন ৭২ টাকা ২৪ পয়সা
কয়েকদিন আগে দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে চারটি করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শেয়ারও পড়েছে।
বিশেষজ্ঞদের মতে এই সংযুক্তিকরণে লগ্নিকারীদের কাছে ইতিবাচক বার্তা গিয়েছে যে, সরকার শুধু তহবিল যোগানই নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিচালনার উন্নতির ওপরও গুরুত্ব দিয়েছে। কিন্তু যে সংস্থাগুলির সংযুক্তি ঘটছে সেগুলির ভৌগলিক ও সাংস্কৃতিক বৈচিত্রের জন্য সংযুক্তিকরণের কাজ মসৃণ হবে না।
সরকার অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু বুনিয়াদি অর্থনীতি সংক্রান্ত তথ্যের প্রকাশ ও অগাস্টে গাড়ির বিক্রিতে দুই অঙ্কের পতন বাজারের মনোভাবে ছাপ ফেলেছে।
চলতি অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি-র হার সংক্রান্ত তথ্য গত শুক্রবার শেয়ার বাজারের লেনদেন বন্ধ হওয়ার পর প্রকাশিত হয়েছিল। উত্পাদন ও কৃষিক্ষেত্রে বেগতিক হালের হালের জন্যই এই এই ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার গত ছয় বছরে সবচেয়ে বেশি কমেছে বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে আটটি বুনিয়াদি (কোর) শিল্পে জুলাইতে বৃদ্ধির হাত কমে হয়েছে ২.১ শতাংশ।
৭৭০ পয়েন্ট পড়ল সেনসেক্স, বেহাল বৃদ্ধির ধাক্কা এবার শেয়ার বাজারে, পতন টাকার দামেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Sep 2019 08:14 PM (IST)
মোট অভ্যন্তরীণ উত্পাদন (জিডিপি)-র সাম্প্রতিক তথ্যে আর্থিক বৃদ্ধির হার চলতি অর্থ বর্ষে জুন ত্রৈমাসিকে গত ছয় বছরে তলানিতে পৌঁছে যাওয়া প্রভাব পড়ল আর্থিক বাজারে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -