কলকাতা: প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ আইসিসির সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ফের ১ নম্বরে উঠে এলেন। ২ নম্বরে নেমে গেলেন বিরাট কোহলি, জামাইকা টেস্টে প্রথম বলে শূন্য করার খেসারত।
মাথায় চোটের জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্ট খেলতে পারেননি স্মিথ। কিন্তু তা সত্ত্বেও বিরাটের থেকে ১ পয়েন্টে এগিয়ে তিনি। আগামীকাল থেকে শুরু হচ্ছে পরের টেস্ট, ফলে এই পয়েন্টের তফাত আরও বাড়তে পারে। ২০১৫-র ডিসেম্বর থেকেই স্মিথ ১ নম্বর টেস্ট ব্যাটসম্যান, বল বিকৃতি কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেটে কিছুদিন নিষিদ্ধ ছিলেন তিনি। এই সময় গত বছর অগাস্টে বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলার সুবাদে টপকে যান তাঁকে।
নিষেধাজ্ঞা উঠে গেলে স্মিথ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নেমেই পরপর সেঞ্চুরি করেন, দ্বিতীয় টেস্টে করেন ৯২। এই মুহূর্তে তাঁর টেস্ট ক্রিকেট গড় ৬৩.২। উল্টোদিকে বিরাটের টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে উড়িয়ে দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করলেও বিরাট নিজেএই ট্যুরে দুটি অর্ধশত রানের বেশি কিছু করতে পারেননি, এ বছরই এখনও তাঁর একটিও শতরান নেই। তবে ২ অক্টোবর থেকে দেশে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ, সেখানে স্মিথকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন তিনি।
বিরাটকে সরিয়ে স্টিভ স্মিথ ফের ১ নম্বর টেস্ট ব্যাটসম্যান
ABP Ananda, Web Desk
Updated at:
03 Sep 2019 03:57 PM (IST)
২ নম্বরে নেমে গেলেন বিরাট কোহলি, জামাইকা টেস্টে প্রথম বলে শূন্য করার খেসারত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -