ওয়ান ডে ক্রিকেটে এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের ৩১৮/৮ স্কোর তাড়া করে ১১ বল বাকি থাকতে জিতেছিল বাংলাদেশ। সেই রেকর্ড ভেঙে গেল সোমবার। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসাবে ৫০-এরও বেশি বল বাকি থাকতে তিনশোর বেশি স্কোর তাড়া করে জেতার নজির গড়ল বাংলাদেশ।
সোমবার প্রথমে ব্যাট করে দাপট দেখান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা। শাই হোপ ১২১ বলে ৯৬ রান করে ক্যারিবিয়ানদের সর্বোচ্চ স্কোরার। ৬৭ বলে ৭০ রান এভিন লুইসের। শিমরন হেটমায়ার ২৬ বলে ৫০ রান করেন। শেষ দিকে চালিয়ে খেলে জেসন হোল্ডার ১৫ বলে ৩৩ রান করেন। বাংলাদেশ বোলারদের মধ্যে তিনটি করে উইকেট মুস্তাফিজুর রহমান ও মহম্মদ সইফুদ্দিনের। দুটি উইকেট নেন শাকিব।
জবাবে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও তামিম ইকবাল শুরুটা ভাল করেন। সৌম্য (২৩ বলে ২৯ রান), তামিম (৫৩ বলে ৪৮ রান) ও মুশফিকুর রহিম (৫ বলে ১ রান) পরপর ফেরার পর বাংলাদেশের স্কোর ছিল ১৩৩/৩। সেখান থেকে খেলার মোড় ঘুরিয়ে দেন শাকিব-লিটন। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে দুজনে ২২.৩ ওভারে ১৮৯ রান যোগ করে ম্যাচ জিতিয়ে দেন বাংলাদেশকে। মাত্র ৪১.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছেন শাকিব। তিনি বলেছেন, ‘দারুণ অনুভূতি। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচটা জেতাতে পেরেছি বলে বেশি ভাল লাগছে। ব্যাটিং নিয়ে পরিশ্রম করেছি এবং তারই পুরস্কার পেলাম। জানতাম তিন নম্বরে ব্যাট করলে অনেক বেশি বল খেলতে পারব।’
ইনিংসে ১৬টি বাউন্ডারি মেরেছেন শাকিব। লিটনের ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে উঠে এল বাংলাদেশ।