নয়াদিল্লি: আগামীকাল স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য তিনি ভাষণ সম্পর্কে পরামর্শ চেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে। আগামীকাল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। সারা দেশে দিনটি অম্রুত মহোৎসব হিসেবে পালন করা হবে। প্রত্যেকবারের মতো এবারও লালকেল্লা থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণের উপজীব্য কী হবে, তা নিয়ে মানুষের কাছ থেকে মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এ ব্যাপারে সাধারণ মানুষের কাছ থেকে ইনপুট দেওয়ার আর্জি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, লালকেল্লা প্রাকার থেকে তাঁর ভাষণে দেশের মানুষের কথাই ধ্বনিত হবে। সরকারি পোর্টাল মাইগভ-এ মতামত জানাতে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
মাইগভ পোর্টাল জানানো হয়, প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে সরকার কর্মসূচী ও নীতি জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জনগনের সামনে রাখবেন। বিগত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী এ ব্যাপারে জনগনের পরামর্শ চেয়ে এসেছেন। পোর্টাল জানিয়েছে, এ বছরও সাধারণ জনতার কাছে তাঁর মূল্যবান পরামর্শ দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই মতো প্রধানমন্ত্রীকে নিজেদের চিন্তাভাবনা ও পরামর্শ দেওয়ার সুযোগ সকলের সামনে রয়েছে। প্রধানমন্ত্রী এই পরামর্শগুলির মধ্যে বাছাই কিছু মতামত তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে অন্তর্ভূক্ত করবেন।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীও ট্যুইট করে বলেছিলেন যে, সাধারণ মানুষ তাঁদের ইনপুট মাইগভ পোর্টালে শেয়ার করতে পারেন। ২০১৪-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাইগভ মঞ্চের সূচনা করেছিলেন। এর সাত বছর পূর্ণ হয়েছে। এই পোর্টাল জনতার সঙ্গে সরকারের সংযোগসাধন ও অংশগ্রহণের উদ্দেশে তৈরি করা হয়েছিল।
ইতিমধ্যেই মাইগভ পোর্টালে অনেকেই তাঁদের মতামত জানিয়েছেন।বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ ও সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন।
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে এই নিয়ে পরপর আটবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। জাতীয় পতাকা উত্তোলনের পর সকাল সাড়ে সাতটায় তাঁর ভাষণ শুরু হতে পারে। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে সবাই।