এদিন পায়েল রোহতগির জামিনের আর্জির শুনানি হয় বুন্দি আদালতে। তাঁকে ২৫ হাজার টাকা করে দুটি বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করা হয়।
গত রবিবার গ্রেফতার করা হয়েছিল পায়েল রোহতগিকে। গতকাল বুন্দির স্থানীয় আদালত তাঁর আট দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল।
উল্লেখ্য, স্থানীয় যুব কংগ্রেস কর্মী চারমেশ শর্মা ওই বিতর্কিত ভিডিও সম্পর্কে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। পায়েল ওই ভিডিও গত সেপ্টেম্বরে তৈরি করে তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন। বুন্দি পুলিশ চলতি মাসে পায়েলের কাছে এই মামলায় পায়েল রোহতগির জবাব তলব করেছিল। রবিবার তাঁকে আমেদাবাদ থেকে গ্রেফতার করে বুন্দিতে নিয়ে এসেছিল পুলিশ।
গ্রেফতার হওয়ার পর পায়েল রোহতগি ট্যুইট করে বলেছিলেন যে, ‘মোতিলাল নেহরু সম্পর্কে ভিডিও করার জন্য রাজস্থান পুলিশ আমাকে গ্রেফতার করেছে। গুগল থেকে তথ্য নিয়ে আমি ওই ভিডিও তৈরি করি। বাক স্বাধীনতা একটা পরিহাস’।
এদিকে, এদিন কংগ্রেস নেতা শশী তারুর বলেন, পায়েল রোহতগিকে ছেড়ে দেওয়া উচিত। এ ব্যাপারে তারুর ট্যুইট করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা জরুরি। একইসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, পায়েল রোহতগি যে মন্তব্য করেছেন, তা ভুল ও হোয়াটস্যাপে প্রচারিত সংঘী মেসেজের মতোই। কিন্তু পায়েলকে গ্রেফতার করা একেবারেই সঠিক নয়। মতপ্রকাশের স্বাধীনতার অর্থ তাঁকে তাঁর ভুলভাল বক্তব্যও জানাতে দেওয়া উচিত। পুলিশের এতে জড়িয়ে পড়াটা ঠিক হয়নি’।