অমেঠি: সম্প্রতি কৈলাশ মানস সরোবর ভ্রমণে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এরপর আজ নিজের নির্বাচনী কেন্দ্র অমেঠিতে গিয়ে শিবভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেলেন তিনি। ফুরসতগঞ্জে একটি অনুষ্ঠানের আয়োজন করেন কংগ্রেসের ব্লক সভাপতি ইন্দ্রপাল মালি। শিবের উদ্দেশে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তাঁকে শিবের একটি ছবি উপহার দেওয়া হয়।



আজ লখনউ বিমানবন্দর থেকে সড়কপথে অমেঠি পৌঁছন রাহুল। তাঁর এখানে দু’দিন কাটানোর কথা। তিনি জেলা ভিজিল্যান্স অ্যান্ড মনিটরিং কমিটির বৈঠকে যোগ দেবেন। এছাড়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন কংগ্রেস সভাপতি।