মহারাষ্ট্রে সরকার গঠন ঘিরে তুঙ্গে সংঘাত, ফঢ়নবিশের ঘোষণার পর বিজেপির সঙ্গে বৈঠক বাতিল করলেন উদ্ধব, সঙ্কট কাটাতে আসরে নামছেন অমিত শাহ?
Web Desk, ABP Ananda | 29 Oct 2019 06:36 PM (IST)
মুম্বইয়ে বিকাল ৪টেয় নির্ধারিত ওই বৈঠকে থাকার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর ও প্রথম সারির শিবসেনা নেতাদের। কিন্তু বৈঠক ভেস্তে দিলেন উদ্ধবই। এর আগে ফঢ়নবিশ শিবসেনার দাবি খারিজ করে জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী পদ পালা করে আড়াই বছর ধরে ভাগ করার কোনও বোঝাপড়াই দু দলের মধ্যে হয়নি। যদিও উদ্ধবের বরাবরের দাবি, এ বছর লোকসভা ভোটের আগে তাঁর, বিজেপি সভাপতি অমিত শাহ ও ফঢ়নবিশের মধ্যে হওয়া বৈঠকে ৫০-৫০ ফর্মূলার ভিত্তিতে ক্ষমতা বন্টনের ব্যাপারে ‘ঐকমত্য’ হয়েছিল।
মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠন ঘিরে বিজেপি-শিবসেনা সংঘাত তুঙ্গে উঠল। শরিক শিবসেনাকে ৫০-৫০ ফর্মূলা মেনে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ ছাড়ার প্রতিশ্রুতি দেওয়ার কথা বিজেপির তরফে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ অস্বীকার করার পর পাল্টা উদ্ধব ঠাকরে আজকের বিজেপির সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করলেন। ইতিমধ্যেই পারস্পরিক বাকযুদ্ধে দুই শরিকের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। তাতে নতুন মাত্রা যোগ করল শিবসেনা সভাপতির সিদ্ধান্ত। মুম্বইয়ে বিকাল ৪টেয় নির্ধারিত ওই বৈঠকে থাকার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর ও প্রথম সারির শিবসেনা নেতাদের। কিন্তু বৈঠক ভেস্তে দিলেন উদ্ধবই। এর আগে ফঢ়নবিশ শিবসেনার দাবি খারিজ করে জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী পদ পালা করে আড়াই বছর ধরে ভাগ করার কোনও বোঝাপড়াই দু দলের মধ্যে হয়নি। যদিও উদ্ধবের বরাবরের দাবি, এ বছর লোকসভা ভোটের আগে তাঁর, বিজেপি সভাপতি অমিত শাহ ও ফঢ়নবিশের মধ্যে হওয়া বৈঠকে ৫০-৫০ ফর্মূলার ভিত্তিতে ক্ষমতা বন্টনের ব্যাপারে ‘ঐকমত্য’ হয়েছিল। এদিন শিবসেনার তরফে মুখ্যমন্ত্রী ফঢ়নবিশের একটি পুরানো ভিডিও সামনে নিয়ে এসে দাবি করে, তাতে তিনি সরকারি পদ ও দায়দায়িত্ব সমান ভাবে দুদলের মধ্যে বন্টনের কথাই বলেছেন। তারা ভিডিওর শিরোনাম দিয়েছে ‘জরা ইয়াদ করো’। উদ্ধবের খুব কাছের লোক বলে পরিচিত হর্ষল প্রধান ভিডিওটি প্রকাশ করেন। এদিকে মুখ্যমন্ত্রী পদের দাবি ঘিরে দুদলের অভূতপূর্ব অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে এবার খোদ অমিত শাহ আসরে নামছেন বলে কয়েকটি সূত্রের খবর। তিনি নাকি উদ্ধবের সঙ্গে বৈঠকে বসে সরকার গঠনে জটিলতা কাটানোর চেষ্টা করতে পারেন। যদিও ফঢ়নবিশের দাবি, বুধবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে শাহ উপস্থিত থাকছেন না। ২৪ অক্টোবর বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে জটিলতা অব্যাহত রয়েছে মহারাষ্ট্রে। বিজেপি একার ক্ষমতায় অর্ধেক আসনও না জেতায় সমান ভাবে পদ বন্টনের দাবি তুলতে থাকে শিবসেনা। ২৮৮ আসনের বিধানসভায় বিজেপি ২০১৪-র থেকে ১৭টি কম, ১০৫টি আসন পেয়েছে। শিবসেনার আসনও ৬৩ থেকে কমে ৫৬ হয়েছে।