দেওয়ালি ঘিরে দেশে উত্সবের মেজাজের আবহে শিবসেনা দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে বলেছে, দেশের অর্থনীতি আজ ঝিমিয়ে পড়েছে। দেওয়ালির সময় বাজির বাজারে যে চনমনে, চাঙ্গা মেজাজ, উদ্দীপনার পরিবেশ থাকে, সেটা এখনও চোখে পড়ছে না। ধনতেরাস, লক্ষ্মীপুজো ইতিমধ্যেই মিটে গিয়েছে বলে উল্লেখ করে সম্পাদকীয়তে বলা হয়েছে, বাকি রয়েছে দুটো দিন। ‘নববর্ষা’ আর ‘ভাইয়া দুজ’। কিন্তু বাজারে মন্দা থাকায় কেনাকাটা ৩০-৪০ শতাংশ কম হয়েছে। জিএসটি, বিমুদ্রাকরণের ফলে উন্নতির পরিবর্তে অর্থনীতির হাল দিনদিন খারাপ হচ্ছে। সাম্প্রতিক পিএমসি ব্যাঙ্ক বিপর্যয়ের প্রসঙ্গ টেনে শিবসেনা বলেছে, দেওয়ালির ঠিক আগেই মহারাষ্ট্রে ভোট হয়ে গেল। সেখানেও উদ্দীপনা, উত্তেজনার বদলে নীরবতাই বেশি অনুভূত হচ্ছে। মহারাষ্ট্র ও সারা দেশের উন্নত ভবিষ্যতের কথা ভেবে প্রতিটি পর্যায়েই ঝিমিয়ে পড়া ভাব দেখে একটা প্রশ্নই উঠছে, ইতনা সান্নাটা কিউ হ্যায় ভাই (কেন সব এত চুপচাপ)? ‘ইতনা সান্নাটা কিউ হ্যায় ভাই?’ অর্থনীতি ‘ঝিমিয়ে পড়া’ নিয়ে কেন্দ্রকে তোপ শিবসেনার, জিএসটি, নোট বাতিলের কড়া সমালোচনা
Web Desk, ABP Ananda | 28 Oct 2019 01:07 PM (IST)
দেওয়ালি ঘিরে দেশে উত্সবের মেজাজের আবহে শিবসেনা দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে বলেছে, দেশের অর্থনীতি আজ ঝিমিয়ে পড়েছে। দেওয়ালির সময় বাজির বাজারে যে চনমনে, চাঙ্গা মেজাজ, উদ্দীপনার পরিবেশ থাকে, সেটা এখনও চোখে পড়ছে না।
মুম্বই: মহারাষ্ট্রে মসনদ গঠন নিয়ে বড় শরিক বিজেপিকে ৫০-৫০ ফর্মূলা প্রয়োগের জন্য চাপ দেওয়ার পাশাপাশি কেন্দ্রের এনডিএ সরকারকেও অর্থনীতি ঝিমিয়ে পড়ার ইস্যুতে আক্রমণ শিবসেনার। জিএসটি, নোট বাতিলের মতো পদক্ষেপে দেশের অর্থনীতির অবনতি হয়েছে বলে দাবি তাদের।