নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর নতুন সরকার শপথ নিতেই ফের জোটসঙ্গী বিজেপিকে আক্রমণ করল শিবসেনা। আজ শিবসেনার মুখপত্র সামনায় প্রকাশিত হওয়া একটি প্রতিবেদনে দেশে বেকারত্ব বৃদ্ধি এবং জিডিপির হার কমা নিয়ে বিজেপিকে আক্রমণ করা হয়েছে।

ওই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘দিল্লিতে নতুন সরকারের কাজ শুরু করার যে ছবি আঁকা হয়েছে, তাতে চ্যালেঞ্জের কালো দাগ পড়া শুরু হয়েছে। গোটা মেঘ ফেটে গিয়েছে। তাই কোথায় সেলাই করতে হবে, সেটা বোঝা কঠিন। কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় ফেরার উত্তেজনায় শেয়ার বাজার ফুলেফেঁপে উঠলেও, বেকারত্বের হারও বেড়ে গিয়েছে। জিডিপি অনেকটা কমে গিয়েছে। এটা ভাল লক্ষণ নয়। বেকারত্ব বৃদ্ধির মোকাবিলায় কী করা উচিত, সেটা নিয়ে বিতর্ক বা আলোচনাই যথেষ্ট নয়. কাজ করতে হবে।’

শুক্রবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৭-১৮ সালে দেশে বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ, যা গত ৪৫ বছরে সর্বোচ্চ। মোদি সরকার দ্বিতীয়বার কেন্দ্রে দায়িত্ব নেওয়ার দিন ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার ৭.৮ শতাংশ এবং গ্রামে বেকারত্বের হার ৫.৩ শতাংশ। পুরুষদের মধ্যে ৬.২ শতাংশ এবং মহিলাদের মধ্যে ৫.৭ শতাংশ বেকার।

এই বেকারত্ব নিয়ে বিজেপিকে আক্রমণ করে শিবসেনার মুখপত্রে আরও লেখা হয়েছে, ‘জাতীয় নমুনা জরিপ অনুযায়ী, দেশে বেকারত্ব বেড়েছে। গত ৪৫ বছরে বেকারত্ব বৃদ্ধির হার সর্বোচ্চ। শ্রম মন্ত্রকও এটা স্বীকার করেছে। কিন্তু সরকার বলছে, আমাদের ভুলের জন্য বেকারত্ব বৃদ্ধি পায়নি। বিজেপি গত পাঁচ বছরে বেকারত্বের সমস্যা তৈরি করেনি। নিতিন গডকরি এটা বলেছেন। আমরা তাঁর এই ভাবনার সঙ্গে একমত। কিন্তু তাঁরা প্রতি বছর দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গত পাঁচ বছরে ১০ কোটি চাকরি হওয়া উচিত ছিল।’