সাউদাম্পটন: অধিনায়ক হিসাবে প্রথম বিশ্বকাপ। বিরাট কোহলিও যেন তাই মরিয়া ভাল কিছু করে দেখাতে। প্র্যাক্টিসে নিজের একশো শতাংশ উজাড় করে দিচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক।

সাউদাম্পটনে প্র্যাক্টিসে বিরাট বাড়তি জোর দিলেন ফিল্ডিংয়ে। দলের ফিল্ডিং কোচ আর শ্রীধরকে তিনি বলেন, শরীর থেকে কিছুটা দূরে ক্যাচ দিতে। তারপরই শরীর শূন্যে ছুড়ে একের পর এক ক্যাচ ধরতে থাকেন বিরাট। মুহূর্তের মধ্যে এরকম ১০-১৫টি ক্যাচ নেন বিরাট।

তবে বিরাটের একটি ক্যাচ উপস্থিত সকলকে কার্যত মন্ত্রমুগ্ধ করে দেয়। শ্রীধরের ছোড়া বলটি বিরাটের নাগালের অনেকটা দূর দিয়ে যাচ্ছিল। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শরীর হাওয়ায় ভাসিয়ে দেন বিরাট। এবং বল মাটিতে পড়ার আগেই তালুবন্দি করেন। যেন সুপারম্যান! অবিশ্বাস্য ক্যাচটি দেখে সতীর্থরা হাততালি দিয়ে ওঠেন। ফিল্ডিং কোচ দৌড়ে এসে অধিনায়ককে অভিনন্দন জানিয়ে যান।

হার্দিক পাণ্ড্যও প্র্যাক্টিসে অভিনবত্ব দেখিয়েছেন। অলিম্পিক গেমসের আগে ইউসেইন বোল্ট, মো ফারা বা মাইকেল ফেল্পসরা যেভাবে প্রস্তুতি নেন, হার্দিকের ট্রেনিংয়েও তার প্রতিফলন। কোমরে রবারের দড়ি বেঁধে দৌড়তে দেখা যায় হার্দিককে। কোমর-সহ শরীরের পেশিশক্তি বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এই ট্রেনিংকে।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারেরা প্রস্তুতিতে যে কোনও খামতি রাখতে চান না, বলাই বাহুল্য।