অন্ত্রের অংশ নিয়ে ইন্দোরের সরকারি হাসপাতালে চিকিৎসা কৃত্রিমভাবে তৈরি করলেন কিশোরীর জননাঙ্গ
ABP Ananda, Web Desk | 03 Jun 2019 01:02 PM (IST)
কৃত্রিমভাবে জননাঙ্গ তৈরির জন্য তাকে ভর্তি করা হয় ইন্দোরের মহাত্মা গাঁধী মেমোরিয়াল কলেজের পাশে মহারাজা যশবন্তরাও হোলকার হাসপাতালে। সেখানেই সফলভাবে হয় তার অস্ত্রোপচার।
ফাইল ছবি
ইন্দোর: অন্ত্র থেকে অংশ নিয়ে ১৪ বছরের এক কিশোরীর জননাঙ্গ তৈরি করে দিলেন মধ্য প্রদেশের ইন্দোরের এক সরকারি হাসপাতালের চিকিৎসকরা। এই অস্ত্রোপচারের নাম ভ্যাজাইনোপ্লাস্টি, চলেছে ৫ ঘণ্টা ধরে। ওই কিশোরীর জন্ম ২০০৫-এ। জন্ম থেকেই তার জননাঙ্গ ছিল না, ছিল না মলদ্বার। জন্মের ১ বছরের মধ্যে ৩টি অস্ত্রোপচার করে তার মলদ্বার তৈরি করেন চিকিৎসকরা। আর এবার কৃত্রিমভাবে জননাঙ্গ তৈরির জন্য তাকে ভর্তি করা হয় ইন্দোরের মহাত্মা গাঁধী মেমোরিয়াল কলেজের পাশে মহারাজা যশবন্তরাও হোলকার হাসপাতালে। সেখানেই সফলভাবে হয় তার অস্ত্রোপচার। এরপর অন্য কোনও জটিলতা তৈরি হয় কিনা তা দেখার জন্য ১ সপ্তাহ হাসপাতালেই রাখা হয় তাকে। গত পরশু সুস্থ শরীরে বাড়ি ফিরেছে সে। ওই হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর অশোক লাড্ডা জানিয়েছেন, ১০ জন চিকিৎসক যোগ দিয়েছিলেন এই বিরল অস্ত্রোপচারে।