মঙ্গলবার হরিয়ানার বিজেপি সরকারের মন্ত্রী অনিল ভিজও বিরোধীদের দাবি খন্ডন করে ট্যুইট করেন, পরেরবার পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানের সময় মহাগঠবন্ধনের নেতাদের কাউকে সেখানে দাঁড় করিয়ে রাখতে হবে, যাতে তিনি লাশ গুনতে পারেন।
১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসে ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর বালাকোটের হামলায় ঠিক কত পাকিস্তানি সন্ত্রাসবাদী খতম হয়েছে, সরকারের কাছে সেই তথ্য চাইছে বিরোধীরা। এ নিয়ে শাসক দলের নেতা-মন্ত্রীদের দেওয়া ভিন্ন তথ্যে বিভ্রান্তি বাড়ছে বলে তাদের অভিযোগ। বিজেপি সভাপতি অমিত শাহ বলে বসেছেন, ২৫০-র বেশি সন্ত্রাসবাদী খতম হয়েছে। যদিও বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া অভিযানে কতজন নিহত হল, তা গুনে দেখা তাঁর বাহিনীর কাজ নয়, কটা টার্গেটে আঘাত করা গেল, সেটাই তারা দেখে বলে জানিয়েছেন।