কর্তারপুর করিডরের উদ্বোধন উপলক্ষে সিধুর পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, খবর সূত্রের
Web Desk, ABP Ananda | 06 Nov 2019 08:21 PM (IST)
পঞ্জাবের বিভিন্ন জায়গায় কর্তারপুর করিডর প্রকল্প বাস্তবায়িত করার আসল নায়ক হিসেবে সিধু ও ইমরানকে তুলে ধরে পোস্টার, ব্যানার লাগানো হয়েছে।
নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমন্ত্রণপত্র পাঠালেও, কর্তারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস নেতা নভজ্যোত সিংহ সিধুর যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। বিশেষ সূত্রে এমনই খবর জানা গিয়েছে। পাকিস্তানে যাওয়ার অনুমতি চেয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দেন সিধু। তবে সূত্রের খবর, পাকিস্তানে যাওয়ার অনুমতি পাচ্ছেন না পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী। এরই মধ্যে পঞ্জাবের বিভিন্ন জায়গায় কর্তারপুর করিডর প্রকল্প বাস্তবায়িত করার আসল নায়ক হিসেবে সিধু ও ইমরানকে তুলে ধরে পোস্টার, ব্যানার লাগানো হয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সিধুই এই পোস্টারের বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন।’ কর্তারপুর করিডর প্রকল্পের পিছনে পাক সেনা ও আইএসআই-এর গোপন অভিসন্ধি রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অমরিন্দর। শুক্রবার ভারত থেকে কর্তারপুর করিডর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার পাকিস্তানের দিক থেকে উদ্বোধন করবেন ইমরান। পঞ্জাবের গুরদাসপুর জেলার ডেরা বাবা নানক তীর্থস্থানের সঙ্গে পাকিস্তানের কর্তারপুর সাহিব গুরুদ্বারার সংযোগ স্থাপন করবে এই করিডর। ভারতীয় তীর্থযাত্রীরা বিনা ভিসায় কর্তারপুরে যেতে পারবেন। তাঁদের শুধু পারমিট নিতে হবে।