ট্রেন্ডিং

মাঝ আকাশে দুর্যোগের কবলে বিমান, অল্পের জন্য রক্ষা ২২৭ জনের, জরুরি অবতরণ

প্রচন্ড ঝড়ে রেলের ওভারহেড তারে গাছ ভেঙে আগুন

পুলিশে গ্রুপবাজি চলছে, উত্তরবঙ্গে প্রশাসনিক সভায় সরব মুখ্যমন্ত্রী

তৃণমূলের মদতেই মুর্শিদাবাদে দাঙ্গা, রিপোর্ট উল্লেখ করে দাবি বিজেপির

অপারেশন সিঁদুরের সাফল্যে তমলুকে শুভেন্দুর তিরঙ্গা যাত্রা
রাজ্য সরকারের নিয়োগ পদ্ধতিতে প্রধানমন্ত্রীর কতটা করণীয় আছে সেটা সকলেই জানেন: দেবশ্রী
সিকিমে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অক্টোবর পর্যন্ত বন্ধ পর্যটন
করোনা মোকাবিলায় ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরামের মতো উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।
Continues below advertisement

গ্যাংটক: করোনা ভাইরাস মোকাবিলায় চমকপ্রদ সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য সিকিম। পাহাড়ঘেরা এই রাজ্যে এখনও পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে পর্যটন। ফলে এর মধ্যে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিকও হয়, তাহলেও পর্যটকদের জন্য সিকিমের দরজা বন্ধ থাকছে।
করোনা মোকাবিলায় ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরামের মতো উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ছোট্ট রাজ্য সিকিমের জনসংখ্যা প্রায় সাত লক্ষ। তার মধ্যে এখনও পর্যন্ত ৮১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আরও অনেক পরীক্ষা করা দরকার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ জানিয়েছেন, ‘অক্টোবর পর্যন্ত সিকিমে পর্যটন বন্ধ থাকছে। আমাদের সাত লক্ষ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। অন্য রাজ্য থেকে আসা সব শ্রমিককে আমরা রেখে দিয়েছি। তাঁদের রোজ খাবার ও টাকা দেওয়া হচ্ছে। আমরা জানি, লকডাউন উঠে যাওয়ার পরেই তাঁদের সাহায্য লাগবে।’
করোনা মোকাবিলায় সিকিম সরকারের পদক্ষেপ সম্পর্কে রাজ্যপাল জানিয়েছেন, ‘সিকিম থেকে অনেকেই চিনে পড়তে গিয়েছিলেন। তাঁরা জানুয়ারিতেই দেশে ফিরে আসেন। এরপরেই আমরা রাজ্যের সীমান্ত সিল করে দিই। কাউকে আসতে দেওয়া হয়নি। ‘জনতা কার্ফু’-র আগেই ১৭ মার্চ থেকে রাজ্যে লকডাউন শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী পি এস গোলের সঙ্গে আমার তিনবার বৈঠক হয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে রাজ্য। পঞ্চায়েত ও ব্লক স্তরে দল গঠন করা হয়েছে। সেই দলগুলির মাধ্যমে মানুষের কাছে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।’
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে