নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে যে ২০ লক্ষ টাকার বিশেষ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন, আজ চতুর্থ দিন তার বিস্তারিত ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছেন, কয়লাখনি অঞ্চলে উচ্ছেদের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ করা হচ্ছে। এছাড়া অস্ত্র নির্মাণ ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।


আজ কয়লাখনি নিয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, কয়লাখনির উপর সরকারের একাধিপত্যের দিন শেষ হতে চলেছে। বেসরকারি সংস্থাগুলিকে কয়লা খাদানের নিলামে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে। বেসরকারি সংস্থাগুলি কয়লা খাদান থেকে কয়লা উত্তোলন করে খোলা বাজারে বিক্রি করতে পারবে। ৫০০ কয়লা খাদানের নিলাম হবে। এর ফলে লাভ হবে বলেই দাবি অর্থমন্ত্রীর।

প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদনের ক্ষেত্রেও নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নির্মলা। তিনি জানিয়েছেন, ধীরে ধীরে বিদেশ থেকে অস্ত্র আমদানি কমিয়ে দিতে হবে। দেশেই অস্ত্র তৈরি করতে হবে।

অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, উড়ান পরিষেবার ক্ষেত্রে তিনটি নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিপিই মডেলে ৬টি বিমানবন্দরের উন্নয়ন করা হবে। নিজস্ব সংস্থার অংশীদারিত্বের জন্য ৬টি বিমানবন্দরের নিলাম হবে। ১২টি বিমানবন্দরে নিজস্ব সংস্থার মাধ্যমে ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। বিমানবন্দরগুলির আয়তন বাড়ানো হবে। এর জন্য বরাদ্দ করা হবে এক হাজার কোটি টাকা।