জম্মু: জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলায় বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘনে প্রাণ হারালেন এক সেনা জওয়ান। মৃত জওয়ানের নাম নায়েক কৃষণ লাল (৩৪)। তাঁর বাড়ি জম্মু ও কাশ্মীরের আখনূর জেলার ঘাগরিয়াল গ্রামে।
সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, ‘আজ রজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনা। ভারতীয় সেনা পাল্টা জবাব দেয়। পাক সেনার যথেষ্ট ক্ষয়-ক্ষতি হয়েছে। গোলা-গুলির লড়াইয়ের সময় আমাদের সাহসী, অত্যন্ত কর্তব্যনিষ্ঠ জওয়ান নায়েক কৃষণ লালের মৃত্যু হয়। তাঁর স্ত্রী শশী দেবী বর্তমান। দেশের প্রতি লালের এই বলিদান সবাই মনে রাখবে।’
সেনাবাহিনী সূত্রে আরও জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ক্রমাগত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। রবিবার পুঞ্চ জেলার শাহপুর সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে এক সদ্যোজাতর মৃত্যু হয়। এবার এক সেনা জওয়ানও প্রাণ হারালেন।
রজৌরিতে বিনা প্ররোচনায় পাক সেনার সংঘর্ষ বিরতি লঙ্ঘন, হত সেনা জওয়ান
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jul 2019 06:32 PM (IST)
মৃত জওয়ানের নাম নায়েক কৃষণ লাল (৩৪)। তাঁর বাড়ি জম্মু ও কাশ্মীরের আখনূর জেলার ঘাগরিয়াল গ্রামে।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -