ট্রেন্ডিং

সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

সেনার সঙ্গে চাপানউতোর, 'শক্তিধর' BNP-র চাপ ! ইউনূসের ইস্তফা সময়ের অপেক্ষা ? রাজনৈতিক সঙ্কট ফের ঘোরালো বাংলাদেশে ?

এবার ঘরে ফিরলেন মুক্ত পূর্ণম । পেলেন বীরের মর্যাদা, উঠল জয়ধ্বনি

পাক নাগরিক আজাদ মল্লিককে জেলে গিয়ে জেরার অনুমতি দিল ব্যাঙ্কশাল কোর্ট

ফের সিভিকের কুকীর্তি ফাঁস! থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরির অভিযোগ
গতকাল পুঞ্চের পর রাজৌরিতে গিয়ে পৌঁছল ৫ সদস্যের প্রতিনিধিদল।
পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে কংগ্রেসের দাবি, কতক্ষণ মোদিকে নিয়ে শ্যুটিং হয়েছিল, জানাক ডিসকভারি চ্যানেল
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিশেষ পর্বের শ্যুটিংয়ের সময় সম্পর্কে নির্দিষ্টভাবে জানাতে ডিসকভারি চ্যানেলকে বলল কংগ্রেস। চ্যানেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযাত্রী বেয়ার গ্রিলস ও মোদিকে নিয়ে বিশেষ পর্বের শ্যুটিং হয়েছে ভারতের জিম করবেট ন্যাশনাল পার্কে। এই শো হবে একটি ‘খোলামেলা ও বাঁধনহীন যাত্রার’ এবং বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে আলোকপাত করা হবে।
Continues below advertisement

নয়াদিল্লি: ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিশেষ পর্বের শ্যুটিংয়ের সময় সম্পর্কে নির্দিষ্টভাবে জানাতে ডিসকভারি চ্যানেলকে বলল কংগ্রেস। চ্যানেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযাত্রী বেয়ার গ্রিলস ও মোদিকে নিয়ে বিশেষ পর্বের শ্যুটিং হয়েছে ভারতের জিম করবেট ন্যাশনাল পার্কে। এই শো হবে একটি ‘খোলামেলা ও বাঁধনহীন যাত্রার’ এবং বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে আলোকপাত করা হবে।
আগামী ১২ আগস্ট ওই শো বিশ্বের ১৮০ টি দেশে দেখা যাবে।
কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেছেন যে, প্রত্যেকেরই মনে থাকবে যে, এ বছরের প্রথম দিকে যখন পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকেল সোয়া পাঁচটায় একটি জনভায় ভাষণ দিয়েছিলেন। কিন্তু তিনি পুলওয়ার ঘটনার নিন্দা করেননি, বা নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানননি বা পাকিস্তানকে হুঁশিয়ারিও দেননি।
তিওয়ারি বলেছেন, এর থেকে অকাট্য উপসংহারে আসা যায় যে, এত বড় একটা জঙ্গি হামলার দুই ঘন্টা পরেও ঘটনা সম্পর্কে জানা ছিল না প্রধানমন্ত্রীর।
কংগ্রেস মুখপাত্র বলেছেন,'যদি প্রধানমন্ত্রীর জানা থাকেে তাহলে প্রথম সুযোগ পাওয়ার পরই নিন্দা না করে থাকেন, তবে তা চূড়ান্ত অসংবেদশীলতার প্রতিফলন। প্রধানমন্ত্রী যখন জনসভায় ভাষণ দিচ্ছিলেন, তখনই প্রথম সুযোগ এসেছিল। আর এখন সেই বিশেষ ফিল্ম ১২ আগস্ট সম্প্রচারিত হবে'।
তিওয়ারি বলেছেন, 'ওই নির্দিষ্ট দিনে কত ঘন্টা ধরে এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত শ্যুটিং হয়েছিল, তা জনসমক্ষে জানানোর দায়িত্ব এখন ডিসকভারি চ্যানেলের'।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে