গুয়াহাটি: ফের বেঁফাস মন্তব্য করে বসলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। একটি অনুষ্ঠানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে ‘পণ্ডিত রবিশঙ্কর’ বলে বসলেন। তাঁর এই মন্তব্যের পরেই হাসিতে ফেটে পড়েন দর্শকরা। কেন্দ্রীয় মন্ত্রীও বিড়ম্বনায় পড়ে যান। তিনি বলেন, ‘আপনি আমাকে পণ্ডিত বানিয়ে দিলেন!’
ভুল শুধরে নিয়েও নিজের মন্তব্যের সাফাই দিতে গিয়ে সোনোয়াল বলেন, ‘আপনাকে এই কথা বলার জন্য আমি দুঃখিত। তবে আমি যখনই আপনার নাম উচ্চারণ করি, তখনই পণ্ডিত বলে ফেলি। ঈশ্বর আপনাকে সেই জ্ঞান, পরিপক্কতা ও সাহস দিয়েছেন। আপনি সব কাজই মন দিয়ে করেন। আমার সবসময় সেটাই মনে হয়।’
সেতারের কিংবদন্তী শিল্পী পণ্ডিত রবিশঙ্কর ২০১২ সালে প্রয়াত হন। তবে অসমের মুখ্যমন্ত্রীর জন্য আজ ফের তিনি চর্চায়।
‘পণ্ডিত রবিশঙ্কর’ আখ্যা সোনোয়ালের, বিড়ম্বনায় কেন্দ্রীয় মন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
12 Aug 2018 12:00 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -