ইমরানের পাক প্রধানমন্ত্রী পদে শপথের অনুষ্ঠানে যাবেন না গাওস্কর
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2018 08:16 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: ১৮ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না সুনীল গাওস্কর। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা গাওস্কর, আরেক টেস্ট অধিনায়ক কপিল দেব ও প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধুকে শপথে থাকার আমন্ত্রণ পাঠিয়েছেন ইমরান। আজ তিনি ফোনেও কথা বলেন সিধুর সঙ্গে। ইমরানের আমন্ত্রণ পেয়েছেন অভিনেতা আমির খানও।
গাওস্কর ১৮ আগস্ট ইংল্যান্ডে টেস্ট ম্যাচের ধারাবিবরণীতে থাকতে হবে বলে ইমরানের অনুষ্ঠানে হাজির থাকায় অপারগতার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি নাকি পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে তাঁর কাছে অনেক প্রত্যাশা আছে বলে মন্তব্য করেছেন বলে খবর সূত্রের। এদিকে সিধু ইমরানের আমন্ত্রণ গ্রহণ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই অনুষ্ঠানে নিজের থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন।
সিধু এর আগে বলেছিলেন, ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশটির সম্পর্ক উন্নত হবে।
কপিল দেব আগেই জানিয়েছেন, ইমরানের শপথ অনুষ্ঠানে থাকার ডাক পেলে ভারত সরকার যদি অনুমতি দেয়, তবেই যাবেন।
নয়াদিল্লি: ১৮ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না সুনীল গাওস্কর। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা গাওস্কর, আরেক টেস্ট অধিনায়ক কপিল দেব ও প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধুকে শপথে থাকার আমন্ত্রণ পাঠিয়েছেন ইমরান। আজ তিনি ফোনেও কথা বলেন সিধুর সঙ্গে। ইমরানের আমন্ত্রণ পেয়েছেন অভিনেতা আমির খানও।
গাওস্কর ১৮ আগস্ট ইংল্যান্ডে টেস্ট ম্যাচের ধারাবিবরণীতে থাকতে হবে বলে ইমরানের অনুষ্ঠানে হাজির থাকায় অপারগতার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি নাকি পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে তাঁর কাছে অনেক প্রত্যাশা আছে বলে মন্তব্য করেছেন বলে খবর সূত্রের। এদিকে সিধু ইমরানের আমন্ত্রণ গ্রহণ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই অনুষ্ঠানে নিজের থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন।
সিধু এর আগে বলেছিলেন, ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশটির সম্পর্ক উন্নত হবে।
কপিল দেব আগেই জানিয়েছেন, ইমরানের শপথ অনুষ্ঠানে থাকার ডাক পেলে ভারত সরকার যদি অনুমতি দেয়, তবেই যাবেন।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -