নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিপদে পড়া লোকজনকে সাহায্যের হাত বাড়িয়েই চলেছেন সোনু সুদ। দেশের নানা রাজ্যে লকডাউনে আটকে থাকা, দলে দলে ঘরের দিকে পা বাড়ানো পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য বাস, ট্রেনের ব্যবস্থা করেছেন বলিউড অভিনেতা। এবার পড়াশোনার সূত্রে বিদেশ-বিভূঁইয়ে আটকে পড়া ভারতীয় পড়়ুয়াদের দেশে ফেরাতে উদ্য়োগী হলেন তিনি। করোনা অতিমারীর সময় কিরঘিজস্তানে আটক ৪ হাজারের ওপর ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরাতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছেন তিনি। পড়ুয়াদের ঘরে ফেরানোর এমন আয়োজন এর আগে কখনও হয়নি। ওদের বিশকেক থেকে বারাণসী পর্যন্ত ফ্লাইট স্পনসর করছেন তিনি, যাতে ২২ জুলাই ওরা বাড়ি ফিরতে পারে। আগের ট্যুইটেও সোনু এজন্য কোনও অর্থ নিচ্ছেন না বলে জানিয়েছেন।তিনি ট্যুইটে বলছেন, কিরঘিজস্তানের সব পড়ুয়াকে জানাতে চাই, বাড়ি ফেরার সময় হয়েছে। আমরা ২২জুলাই বিশকেক-বারাণসী প্রথম চার্টার্ড অপারেট করছি। বিস্তারিত তথ্য আপনাদের ইমেল আইডি ও মোবাইল ফোনে চলে যাবে। অন্য রাজ্যের জন্য চার্টার্ডও এসপ্তাহেই উড়বে।


দিনকয়েক আগেই দবাং অভিনেতা কিরখিজস্তানে পড়তে গিয়ে আটকে পড়া বিহার ও ঝাড়খন্ডের জনাকুড়ি মেডিকেল পড়ুয়ার আবেদনে সাড়়া দিয়ে ট্যুইট করেন, কিরঘিজস্তানের প্রিয় ছাত্ররা, আপনাদের উদ্ধার করে আনা সংক্রান্ত যে কোনও খবরের জন্য sonu4kyrgyzstan@gmail.com তে মেল করুন। জেনে রাখুন, টিম সোনু সুদ এতসব আয়োজনের জন্য আপনাদের কাছ থেকে কোনও পয়সা নিচ্ছে না।

সম্প্রতি দুটি বাচ্চাকে নিয়ে ফুটপাথে পড়ে থাকা এর মহিলার আশ্রয়ের ব্যবস্থা করছেন বলেও জানান তিনি। লেখুন, আগামীকাল পরিবারটা মাথার ওপর ছাদ পাবে। এই দুধের বাচ্চাগুলোরও ঘর হবে।